State Budget: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাজেটে বড় ঘোষণা! বরাদ্দ হল অতিরিক্ত ৯৬০০ কোটি

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (State Budget) পেশ হল আজ। বিকাল ৪ টে থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাজেট করলেন পেশ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খানিক সময় নিয়েই এবারের বাজেট পেশ করা হল। প্রতি বারের মতো এবারও রাজ্যবাসীর জন্য বাজেটে থাকল একগুচ্ছ উপহার। বিশেষ করে রাজ্য বাজেটে উঠে এল ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কথা।

রাজ্যের বাজেটে (State Budget) বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা

প্রসঙ্গত গত দু’বছর আবাস যোজনা প্রকল্পে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তাই গত বছরের শেষের দিকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্যের যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজ্য বাজেট (State Budget) থেকেও কথা রাখলেন মমতা। প্রতিশ্রুতি মতোই বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

প্রসঙ্গত বাংলার আবাস যোজনা নিয়ে আগেই প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাকি ১৬ লক্ষ বাড়ির যে টাকা বাকি রয়েছে, সেই কিস্তির টাকাও ২০২৬ সালের আগে দু’দফায় মিটিয়ে দেওয়া হবে। এবারের বাজেটে সেই কথা রাখল মমতা বান্দ্যোপাধ্যায়ের সরকার। জানা যাচ্ছে, ‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের মোট ২৮ লক্ষ উপভোক্তা।

আরও পড়ুন: State Budget: রাজ্যের বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী! আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট উপহার

State Budget

বাজেট (State Budget) থেকে জানা যাচ্ছে, এই পর্যায়ে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তিতে প্রত্যেক পরিবার পিছু ৬০ হাজার টাকা দেওয়া হবে। তার জন্য মোট ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসাথে জানানো হয়েছে, বাড়ি নির্মাণের অগ্রগতির ভিত্তিতে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হবে। এমনকি আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সেই আবেদনগুলি বিবেচনা করা হতে পারে বলে জানানো হয়েছে।

West Bengal Budget 2025

প্রসঙ্গত বুধবার রাজ্য বাজেটে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এই আবাস প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেওয়ায় রাজ্যের গরিব মানুষদের প্রতি দায়বদ্ধ রাজ্য সরকার তাঁদের দুর্দশা দূর করতে সম্পূর্ণ রাজ্যের খরচে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্প চালু করেছে ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর