লক্ষ্মীর ভান্ডার থেকে DA, কতটা বাড়তে চলেছে আগামীকাল? সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হবে রাজ্যের বাজেট (State Budget) পেশ করা হবে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে সবপক্ষের। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট।

লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), ডিএ নিয়ে বড় সুখবর?

সূত্রের খবর, এবারের বাজেটে ভোটারদের মন জয় করতে রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্পগুলিতেই বাড়তি বরাদ্দ ঘোষণা করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী, বিধবাভাতা, রূপশ্রী, বাংলার বাড়ি সহ একাধিক সামাজিক প্রকল্প নিয়ে বড় চমক দিতে পারে মমতা সরকার। পাশাপাশি কর্মসংস্থান নিয়েও ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

একাধিক রিপোর্ট বলছে বাজেটে বাড়তি জোর থাকবে লক্ষ্মীর ভান্ডারে। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। বাজেটে ২০০০ টাকা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধিরও জোড়ালো সম্ভাবনা রয়েছে। এর আগে পরপর দুবার বাজেটে ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার। প্রথমে তিন শতাংশ ও পরের বার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। আপাতত ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ৫৩ শতাংশ।

West Bengal

আরও পড়ুন: শুধুমাত্র এই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ‘পে লেভেল’ মিশলেই বেতন বাড়বে হু হু করে

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, এবারে রাজ্য বাজেটে ৩-৬ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও সরকার তরফে এখনও কিছুই বলা হয়নি। এবারে বাজেটে ঠিক কি কি নিয়ে রাজ্য সরকার চমক দেয় সেই দিকে নজর থাকবে সকলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর