State Budget: রাজ্যের বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী! আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট উপহার

বাংলা হান্ট ডেস্কঃ গত মাসেই জেলা সফরে বেরিয়ে সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্য বাজেটেও (State Budget) কথা রাখলেন তিনি। আজ বিকাল ৪ টে থেকে শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। এবারের বাজেটে রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য দারুন সুখবর দিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

 রাজ্য বাজেটে (State Budget) আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রীর

প্রতিশ্রুতি মতোই আজ অধিবেশন থেকে জানানো হল আশা এবং আইসিডিএস কর্মীদের ফোন দেবে রাজ্য সরকার। তার জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য। আজ বাজেট (State Budget) পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। একইসাথে এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন দেওয়ার কথা জানানো হয়েছে।

State Budget

রাজ্য বাজেটে (State Budget) আশাকর্মীদের জন্য এই নতুন উপহার ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,’আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীরা তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্থানীয় মানুষের মধ্যে সেতুবন্ধন করে থাকেন। প্রত্যেক মা এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও দেন তাঁরা। তাই তাঁদের কাজকে সম্মান জানিয়েই এবার রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন: ২.১৯ লক্ষ কোটি সাশ্রয়! ‘মাঝে মাঝে’ DA দিয়েই ‘বড়লোক’ রাজ্য সরকার

প্রসঙ্গত গত মাসেই অর্থ্যাৎ জানুয়ারির শেষের দিকে জেলা সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামী বছর বিধাসভা নির্বাচনের আগে সরজমিনে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে সেইমতো বাজেট তৈরী করার জন্য ওই সফর বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বলেও দাবি করেছিল রাজনৈতিক মহল। সেইসময়ে নবাবের শহর মুর্শিদাবাদ থেকে রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের ‘উপহার’ দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

State Budget

মোবাইল দেওয়ার কথা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় অনুদানের অভাব নিয়েও অভিযোগ করেছিলেন মমতা। তাঁর কথায়, ‘আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার হয়েছে। আইসিডিএস-এর মেয়েদের ফোন দেওয়া হবে। কেন্দ্র টাকা দেয় না ওদের। ওরা আমাদের জন্য অনেক কাজ করেছে। কোভিডের সময় যখন কেউ বেরতো না তখন ওরাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে এসেছে।’ মুখ্যমন্ত্রীর কথা মতই  ফোন দেওয়ার বিষয়েও ঘোষণা করা হল এবারের রাজ্য বাজেটে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর