একের পর এক ভাঙন জারি বিজেপি শিবিরে, এবার দল ছাড়লেন রাজ্য কমিটির সদস্য

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পর থেকেই বিজেপি (bjp) শিবিরে যেন ভাঙনের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় জানিয়ে দলত্যাগ করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ও দার্জিলিং জেলার পর্যবেক্ষক ভাস্কর দে (Vaskar Dey)। তবে এখনই অন্য কোন দলে যোগ দেবেন কিনা সেবিষয়ে কিছু খোলসা করেননি ভাস্কর দে।

ভাস্কর দে দল ছাড়ার পূর্বে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন বলে জানা গিয়েছে। নাম না করেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘টাকার বিনিময়ে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়েছিল। কাজ করেও যোগ্য সম্মান পাইনি’। সেই কারণেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

bnvlnvnk

স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি যুব মোর্চার ব্লক সভাপতি থেকে যুব মোর্চার জেলা সভাপতি ও যুব মোর্চার রাজ্য সম্পাদক ছিলাম। বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। বর্তমানে আমি বিজেপির রাজ্য কমিটির সদস্য ও দার্জিলিং জেলার পর্যবেক্ষকের দায়িত্ব ছাড়লাম ও বিজেপি সাথে দীর্ঘ ২২-২৩ বছরের সম্পর্ক আমি ছিন্ন করলাম ও বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়লাম’।

https://www.facebook.com/vaskar.dey.731/posts/3033477686888178

দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেও, এখনই তৃণমূলে যোগ দেবেন কিনা সেবিষয়ে কিছু জানানি ভাস্কর দে। তবে বিজেপি ছাড়ার পর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর