করম পুজোর জন্য সোমবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির লিস্ট ক্রমেই বেড়ে চলেছে। আদিবাসীদের করম পূজোর জন্য এবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

NABANNA 11

ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আদিবাসীদের পবিত্র করম পুজোর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদিবাসী কর্মী দের কথা বিবেচনা করে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

নবান্ন সূত্রে খবর, সোমবার পূর্ণদিবস বন্ধ থাকবে সরকারি দপ্তর। ইতিমধ্যেই নবান্নের অর্থ দপ্তর থেকে ছুটি বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট ভাবে ছুটির কথা বলা হয়।

ওই নির্দেশিকায় বলা হয়, নবান্ন মহাকরণ এর পাশাপাশি স্থানীয় প্রশাসন, বিধিবদ্ধ সংস্থা, ও পুরসভার অধীনস্থ আদিবাসী কর্মচারীরা এই ছুটি পাবে।

শুধু তাই নয় রাজ্য সরকারের অধীনস্থ স্কুলের আদিবাসী ছাত্র ছাত্রীরা এই ছুটি পাবে। এমনকি রাজ্য সরকারের বিভিন্ন চা বাগানে কর্মরত আদিবাসী কর্মচারীরা এই ছুটি উপভোগ করতে পারবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই খুশি আদিবাসী শ্রেণীর লোকেরা।

সম্পর্কিত খবর