বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (DA) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। বিগত কয়েক মাস ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেকথা মাথায় রেখে এ বছর বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য। তবে মন গলেনি সরকারি কর্মীদের (State Government Workers)। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা।
এরই মাঝে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত কর্মীদের একাংশের জন্য সুখবর। জানানো হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ (Ayush) প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেসব কর্মীরা স্ট্রাইপেন পাতেন, এবার থেকে তারাও ৩ শতাংশ হারে DA পাবেন।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত আয়ুষ প্রতিষ্ঠানে কর্মরত ইন্টার্ন, হাউস স্টাফ এবং পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিরা কোনও মহার্ঘ ভাতা পেতেন না। তবে এবার থেকে তাদেরও মহার্ঘ ভাতার আওতায় আনল রাজ্য। এই নিয়ে অর্থ দফতরের অনুমোদনের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আয়ুষ শাখার তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেখানে জানানো হয়েছে, সরকারের আয়ুষ ইনস্টিটিউশনে কর্মরত ইন্টার্ন থেকে শুরু করে হাউস স্টাফ এবং পোস্ট গ্র্যাজুয়েশন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সমস্ত ট্রেনিরা এই মহার্ঘ ভাতা পাবেন।
জানা গিয়েছে, গত সপ্তাহে ২৬ মে রাজ্য সরকার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পয়লা মার্চ ২০২৩ থেকে ৩ শতাংশ হারে এই মহার্ঘ ভাতা লাগু হবে বলেও জানানো হয়েছে। একদিকে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা অন্যদিকে এই আবহে বেতন ছাড়া স্ট্রাইপেন পাওয়া এই কর্মীদেরও মহার্ঘ ভাতার আওতাও আনার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।