খুশির ঈদে রাজ্যের সরকারি কর্মীদের বড় উপহার মমতার, মিলবে বোনাস

বাংলাহান্ট ডেস্ক : সুখবর! সরকারি কর্মচারীদের জন্য এবার বোনাস ঘোষণা করল রাজ্য সরকার। চুক্তিভিত্তিক কর্মচারীরাও এই বোনাস পাবেন বলেই সরকার সূত্রে খবর। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা নন প্রোডাক্টিভিটি বোনাস প্রকল্পের আওতায় পড়েন না, বা যাঁদের মাসিক বেতন ৩৭০০০ টাকার বেশি নয় তারাই পাবেন এই অ্যাড হক বোনাস।

মুসলিম কর্মচারীদের ইদের আগেই দেওয়া হবে এই বোনাস। তবে বাকিদের ক্ষেত্রে তা মিলবে দুর্গাপুজোর আগে। ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যেই মিলবে বোনাস বাবদ এই ৪৮০০ টাকা।

কারা কারা পাবেন এই বোনাস?
চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ এ যাঁদের বেতন বেড়ে ৩৭ হাজার টাকার বেশি হয়ে গিয়েছে কিন্তু গত অর্থবর্ষে অর্থাৎ ২০২১-২২ এ ৩৭ হাজার টাকার কম ছিল তাঁরাও এই বোনাসের আওতাভুক্ত হবেন। সর্বোচ্চ ৪৮০০ টাকার হিসেবে দেওয়া হবে ওই বোনাস। যে সব কর্মচারীরা বিগত অর্থবছরে টানা ছয় মাস কাজ করেছেন তারাও পাবেন অ্যাড হক বোনাসের অতিরিক্ত এই টাকা। কিন্তু যাঁরা ছয় মাস থেকে এক বছর অবধি কাজ করেছেন তাঁদের ক্ষেত্রে এই বোনাসের বদলে কার্যকর হবে প্রো রেটা পেমেন্ট।

দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটের মুখে রাজ্য সরকার। ভাঁড়ারে টান পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে সরকারি কর্মচারীদেরও। বেতন নিয়ে সমস্যা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন না পাওয়া, বকেয়া ডি এ ইত্যাদি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে কর্মচারীদের মধ্যে। সামনেই ইদ। তার আগেই এহেন বোনাসের খবরে কার্যতই খুশি কর্মচারীরা। কর্মীদের ক্ষোভে খানিক মলম দিতেই যে সরকারের এহেন পদক্ষেপ এমনতাই মনে করছেন ওয়াকিবহাল মহল।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর