চ্যালেঞ্জ বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে! পুর দুর্নীতিতে CBI তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য

   

বাংলা হান্ট ডেস্ক : শিক্ষা দুর্নীতির নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। এরই সঙ্গে পুরসভাগুলিতেও নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ পেয়ে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার। এ বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিব্বল। আজই সেই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর গত ২১ তারিখ পুরসভায় দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দরকার হলে নতুন এফআইআর দায়েরও করে তদন্ত করতে পারবে সিবিআই।

justice abhijit gangopadhyay

এরই সঙ্গে রাজ্য পুলিসের ডিজিপি (DGP) এবং মুখ্যসচিবকে নির্দেশ দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। ২৮ এপ্রিল কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি (ED), সিবিআই। সেই দাবির উপর ভিত্তি করেই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুর-দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত এবং তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই। জানা যাচ্ছে, সিবিআই পুর-দুর্নীতি নিয়ে এফআইআরও দায়ের করেছে ইতিমধ্যে।

এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আজ সেই মামলা শুনানি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই নির্ধারিত হবে, আদৌ পুর-দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতেই থাকবে কিনা। সুপ্রিম কোর্ট নাকি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশও জারি করতে পারে বলে খবর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর