বাংলাহান্ট ডেস্ক : এবার বড় খবর রাজ্যবাসীর জন্য। বিশেষ করে দুর্গাপুরবাসীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার (State Government)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোড়ন ফেলেছে এই বিষয়টি। কিন্তু কি এমন খবর? এবার নাকি কলকাতা সহ সারা রাজ্যের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলিকে ঝাঁ চকচকে করে গড়ে তোলা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিল্প শহর হিসেবে পরিচিত দুর্গাপুর (Durgapur)।
রাজ্য সরকারের (State Government) নজরে দুর্গাপুর
কলকারখানা থেকে শুরু করে গাছপালা কোন কিছুরই অভাব নেই সেখানে। শহর হিসেবে যথেষ্ট মনোরম জায়গা দুর্গাপুর। এবার বিশ্ববাংলা গেট তৈরি হবে দুর্গাপুরে। কলকারখানার আশেপাশে রয়েছে টুরিস্ট স্পট। তাই এখানে লোকের সমাগম সারা বছর। তাছাড়া স্থানীয়দের চাহিদা তো রয়েছে। সব মিলিয়ে, দুর্গাপুরকে নজরকারা গড়ে তুলতে চান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আরোও পড়ুন : কর্মব্যস্ততায় স্কিন ঝুলে পড়েছে, নো চাপ, মাত্র ১০ মিনিটের চর্চায় ত্বক কথা বলবে, কি করবেন দেখুন!
নিউটাউনের বিশ্ববাংলা গেটের অনুরূপ নির্মাণ নির্মিত হতে চলেছে দুর্গাপুরে। এমনিতেই নিউটাউনের বিশ্ববাংলা গেট রাজ্যবাসীর কাছে দ্রষ্টব্য স্থান। ব্যস্ততম সড়কের মাঝে এই ঝুলন্ত রেস্তোরায় যেতে চান অনেকেই। কলকাতার মতো দুর্গাপুরও রাজ্যের গুরুত্বপূর্ণ একটি শহর। তাই দুর্গাপুর কেন বাদ যাবে? এখনো পর্যন্ত জানা গিয়েছে যে, নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের মতোই একটি স্থাপত্য তৈরি হতে চলেছে দুর্গাপুরে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের (State Government) তরফ থেকে কোন জায়গায় এই স্থাপত্য তৈরি করা হবে তাও নির্ধারণ করা হয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারের ডিভিসি মোড়ের কাছে নাকি এই উন্নয়নমূলক কাজ হবে। বিশ্ব বাংলা গেটের আদলে আরো একটি গেট উপহার পাবে দুর্গাপুর। ইতি মধ্যেই রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে বিষয়টি নিয়ে তৎপরতা তুঙ্গে।