বাংলাহান্ট ডেস্ক : বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অসন্তোষ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ দেয় গত ১৯ অগস্টের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সময় চলে গেলেও ডিএ-র দেখা পাননি কর্মীরা। এই অবস্থায় দায়ের করা হল আরও একটি আদালত অবমাননার মামলা।
সোমবার কলকাতা হাইকোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দায়ের করা হয়েছে সেই মামলা। হাইকোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য বকেয়া ডিএ না দেওয়ায় এর আগেই ইউনিটি ফোরামের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। একাধিক রিপোর্ট বলছে, আগামী ৫ সেপ্টেম্বর দুটি মামলারই একসঙ্গে শুনানি হতে পারে। তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, ‘ওই মামলার কেস নম্বর, কেস স্টেটাস এবং তবে মামলার শুনানি হবে, তা আজই জানা যাবে।’
গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু, সময়সীমা শেষ হওয়ার দিন দশেক আগেই রিভিউ পিটিশন দাখিল করে নবান্ন। এবার সেই পিটিশনের শুনানির আগেই রাজ্য সরকারি কর্মচারীদের দুটি সংগঠনের পক্ষ থেকে দুটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
সেই মামলার মধ্যেই আজ প্রতিবাদ স্বরূপ দু’ঘণ্টার কর্মবিরতি পালন করবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সকাল ১১ টা ৩০ মিনিট থেকে বেলা দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতিতে সামিল হবে একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়, ‘কলকাতা হাইকোর্টের ডিএ মামলার রায়কে সরকার মান্যতা না দেওয়ার কারণে সরকারি দফতরগুলিতে আজ দু’ঘন্টা কাজ না করে সরকারের অসযোগিতা পালন করুন।’
হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ-এর দাবিতে সেপ্টেম্বর মাসেও বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছে একাধিক রাজ্য সরকারি সংগঠন। পরবর্তী সময়ে আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনগুলি। এমনকী বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা না পেলে প্রশাসন স্তব্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।