বাংলাহান্ট ডেস্ক : এখনো মেলেনি ডিএ। তাই সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার পাশাপাশি এবার সরকারী কর্মীরা ডাক দিলেন এক বড় সভার। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের ডিএ (Dearness Allowance) দেওয়া হয়নি। কথা ছিল ষষ্ঠ বেতন কমিশনের সময় (6th Pay Commission) তাঁদের ডিএ দেওয়া হবে এই জানুয়ারি মাসেই। কিন্তু অর্থ দপ্তর থেকে ডিএ সংক্রান্ত কোনো ঘোষণা না হওয়ায় আশাহত কর্মীরা।
তাঁরা ভেবেছিলেন জানুয়ারিতেই অন্তত ৩% ডিএ তাঁরা পেতে চলেছেন। তবে এর মধ্যেই তাঁরা একটি বড় সিদ্ধান্ত নিলেন। যাঁরা এই সিদ্ধান্ত নিলেন তাঁদের মধ্যে কেউ কেউ সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। এই মামলাকারী তিনটি সংগঠনের মধ্যে সরকারী কর্মচারী পরিষদ এবং ফোরামের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের আগামী বৈঠকের তারিখ ঘোষণা হয় ৮ই জানুয়ারি এবং সেইদিনই তাঁরা ঠিক করবেন কীভাবে তাঁদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।
এই ফোরাম থেকে আরও জানানো হয় যে, আগামী ২৭শে জানুয়ারি তাঁরা কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) সামনে অবস্থান বিক্ষোভ করবেন এবং এতে যোগদান করবেন সরকারী কর্মী, শিক্ষক এবং গ্ৰুপ ডির কর্মীরা। তাঁরা এছাড়াও থাকছে আরও অন্যান্য ২৫টি সংগঠন, যাঁদের সাথে মিলে এই অবস্থান বিক্ষোভ করা হবে। এর দাবীতে ফোরাম একটি সরকারী ছুটির আবেদন করেছে। তাঁদের আরও দাবী এই যে কোর্টে যেমন কেস চলছে চলুক কিন্তু রাস্তা ঘাটে নেমে তাঁদের এই রকম বিক্ষোভ না করলে চলবে না। বলা বাহুল্য, ডিএ না পাওয়ার বিষয়টি নিয়ে তাঁরা যথেষ্ট ক্ষুব্দ।
তাঁদের সভাপতি দেবাশিস শীল এই প্রসঙ্গে বলেন যে, ২০১৬ থেকে এখনো পর্যন্ত তাঁরা মাত্র একবার ডিএ পেয়েছেন, তাও আবার মাত্র ৩% ডিএ পেয়েছেন তাঁরা। তবে কেন ৭ বছর ধরে তাঁদের ঘোরানো হচ্ছে? কেন দেওয়া হচ্ছে না তাঁদের ডিএ? তিনি আরও জানান যে, দেশের অন্যান্য রাজ্যে ঠিক সময় মতো ডিএ দিয়ে দেওয়া হয়। আর এখানে রাজ্য সরকার ইচ্ছে করে কর্মীদের বঞ্চিত করছে। এই রাজ্যে কোনো ঠিকঠাক আইন শৃঙ্খলা পর্যন্ত নেই। তাই তাঁরা ৮ তারিখ আবার সভার ডাক দিয়েছেন এবং কীভাবে তাঁদের আন্দোলনকে আরও বড় করা যায়, সেই বিষয়ে আলোচনা করা হবে।