জুলাই থেকে আর মিলবে না এই পরিষেবা, খসবে বাড়তি টাকা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় চাপে সরকারি কর্মীরা

   

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে রাজ্য, লোকসভা ভোটের আগে একাধিক সুখবর পেয়েছেন সরকারি কর্মচারীরা। তবে এবার মুখ্যমন্ত্রী যা ঘোষণা করলেন তাতে রাতের ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees)।
বাংলার পড়শি রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন আগামীকাল ১ জুলাই থেকে তিনি ও মুখ্যসচিব তাদের বিদ্যুতের বিল নিজেরাই দেওয়া শুরু করবেন। পাশাপাশি সেই রাজ্যের যে সকল সরকারি কর্মী এই সুবিধা পেয়ে থাকেন, তাদেরও একই পথে হাঁটতে হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

রবিবার সাফ ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে নিজের পকেট থেকে বিদ্যুতের বিল মেটাতে হবে। যে সকল সরকারি কর্মীরা এই সুবিধা পেতেন আগামী মাস থেকে তার আর এই সুবিধা পাবেন না। এতদিন ধরে করদাতাদের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ বিল পরিশোধের যে ট্রাডিশন চলে আসছিল তাই এবার শেষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এদিন সোশ্যাল মিডিয়ায় এক বার্তা পোস্ট করে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘এতদিন ধরে করদাতাদের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ বিল পরিশোধের ভিআইপি কালচার চলে আসছে, সেই নিয়মের অবসান ঘটিয়ে দিচ্ছি আমরা। আমি এবং মুখ্যসচিবও ১ জুলাই থেকে আমাদের বিদ্যুতের বিল পরিশোধ করা শুরু করব।’

govt da

আরও পড়ুন: সামনেই হুড়মুড়িয়ে বাড়বে সরকারি কর্মীদের মাইনে, পকেটে আসবে কম করে ৮,৬৪০ টাকা

মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘ আমাদের মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বাসভবন বা সচিবালয়ের বাসভবনের বিদ্যুৎ বিল এতদিন ধরে সরকার পরিশোধ করে আসছিল। এটি ৭৫ বছর ধরে চলে আসছে, কোনও নতুন ব্যবস্থা নয়।’ তাই এই নিয়মের অবসান করলেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন, পরের মাস অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে সমস্ত সরকারী কর্মচারীদের তাদের নিজস্ব টাকাতেই বিদ্যুতের বিল মেটাতে হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর