বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে আইনি লড়াই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে এই নিয়ে টানাপড়েন চলছে। কলকাতা হাইকোর্ট হয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ মামলা। এবার এই নিয়েই সামনে আসছে বড় খবর!
মঙ্গলে পিছিয়েছে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। পাঁচ নম্বর আদালতকক্ষের শুনানি তালিকায় ৫১ নম্বরে এই মামলা ছিল। যদিও শেষ অবধি সময়ের অভাবে শুনানি হয়নি। এরপর থেকেই এই মামলার পরবর্তী শুনানি কবে এই নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। এবার সামনে এল সেই দিনক্ষণ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ (DA) মামলার শুনানি হবে বলে আশা করেছিলেন অনেকে। এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁদের বলেছিলেন, আজ হয়তো এই মামলার শুনানি হবে না। কিন্তু তা সত্ত্বেও আশা নিয়ে শীর্ষ আদালতে উপস্থিত হয়েছিলেন। তবে শেষ অবধি এই মামলার সুপ্রিম-শুনানি হয়নি।
আরও পড়ুনঃ ‘বন্দুক নিয়ে যুদ্ধে যেতে তৈরি’! কাশ্মীর-কাণ্ডের পরেই রণহুঙ্কার অর্জুন সিংয়ের
এবার শীর্ষ আদালতের ওয়েবসাইট বলছে, আগামী ২৯ এপ্রিল, মঙ্গলবার ফের ডিএ মামলার (DA Arrear Case) শুনানি রয়েছে। তবে নতুন কজলিস্ট এখনও সামনে আসেনি। ফলে এই মামলা কত নম্বরে থাকবে সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।
তবে মলয় মুখোপাধ্যায় আশা করছেন, আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন, ‘ডিএ মামলার শেষ দেখে ছাড়ব। সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখেই আমরা এগিয়ে যাব। আমাদের জয় অবশ্যম্ভাবী’।
বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া, কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) প্রদান সহ বাংলার রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। এই নিয়েই মামলা। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের অধীন বকেয়া ডিএ নিয়ে হওয়া মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।