বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহে সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এবার ৫৩% হারে ডিএ (Dearness Allowance) পাবেন তাঁরা। এবার কেন্দ্রের দেখানো পথে হেঁটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াল রাজ্য সরকার। দীপাবলির আগেই নয়া বিজ্ঞপ্তি জারি করে এই সুখবর দেওয়া হয়েছে।
বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়েও বড় ঘোষণা রাজ্যের!
সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ৩% ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছে। হরিয়ানা সরকারের (Government of Haryana) তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের ৩% ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়ানোর পাশাপাশি পেনশনভোগী অথবা ফ্যামিলি পেনশনভোগীদের সমহারে ডিআর তথা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এবার থেকে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ এবং ডিআর পাবেন।
রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে। অক্টোবর মাসের বেতনের সঙ্গেই রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা নতুন হারে ডিএ ও ডিআর পাবেন। একইসঙ্গে বকেয়া ডিএ, ডিআর নিয়েও বড় ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ দানার প্রভাবে আজ বন্ধ হাইকোর্ট! বসবে না অবকাশকালীন বেঞ্চ! ফের শুনানি কবে?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর- এই তিন মাসের বকেয়া ডিএ-র (Dearness Allowance) টাকা অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে না। সেই টাকা মেটাতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। আগামী ডিসেম্বরে এই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। অর্থাৎ মাস দুয়েক পরেই তিন মাসের বকেয়া ডিএ, ডিআরের টাকা রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
উল্লেখ্য, উৎসবের আবহে দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিআর বৃদ্ধি করা হয়েছে। এরপর কয়েকদিন যেতে না যেতেই ওই একই পথে হাঁটল রাজ্য সরকার। কেন্দ্রের মতোই ৩% হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দেওয়া হল।