বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। শীর্ষ আদালতে বিচারাধীন বকেয়া ডিএ মামলা। মঙ্গলবার বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। তার আগেই সামনে আসছে বড় খবর!
ডিএ (Dearness Allowance) মামলার শুনানির আগে বড় খবর!
গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সেই বর্ধিত হার কার্যকর করার ঘোষণা করা হয়েছে। গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির আবহে এই বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দফতর।
সেখানে বলা হয়, বাংলার রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পুরসভা, পঞ্চায়েতের কর্মীরাও ১৮% হারে ডিএ (DA) পাবেন। তাঁদেরও ৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে। ১ এপ্রিল থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়। সেই সঙ্গেই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরাও ১৮% হারে ডিআর পাবেন।
আরও পড়ুনঃ প্রার্থীই দিতে পারল না বাম-BJP! ৬৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস
সেই ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকেই নয়া হারে ডিএ পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। এই আবহে আগামীকাল সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীর্ষ আদালতে কী হয়, সেদিকে নজর রয়েছে সকলের।
উল্লেখ্য, বিগত প্রায় তিন বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা। বিগত বেশ কয়েকমাসে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়েছে, এখনও নিয়মিত শুনানি শুরু হয়নি। এমতাবস্থায় আগামীকাল শীর্ষ আদালতে আদৌ এই মামলার শুনানি হবে কিনা বা শুনানি হলেও বিচারপতি মিশ্র ও বিচারপতি করোলের বেঞ্চ কী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে সকলের।