১৮% DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! পুজোর আগেই মিলতে পারে বড় সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই ফের এক দফায় নিজের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করবে করবে কেন্দ্র। সেই নিয়েই তোড়জোড় চলছে। বর্তমানে ৫০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। শীঘ্রই তা বেড়ে হতে পারে ৫৩-৫৪%. এই আবহে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees)। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলেছেন তারা। এরই মধ্যে শোনা যাচ্ছে এবার তাদের ডিএ বাড়ানোর ভাবনা-চিন্তা করছে রাজ্য সরকার।

রিপোর্ট অনুযায়ী, নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে এই রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর-র হার বাড়িয়ে ৬৪ শতাংশে নিয়ে যেতে পারে সরকার।

   

একাধিক রিপোর্ট অনুযায়ী, উৎসবের আবহে দীপাবলির আগেই ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবারে ৩-৪% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। তারপর ধাপে-ধাপে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ১৮ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে। ডিএ-র পাশাপাশি বাড়বে ডিআর ও।

উল্লেখ্য, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। উৎসবের আবহে এদিকে যখন ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্র থেকে অন্য রাজ্যের সরকারি কর্মীরা, সেখানে বাড়তি ডিএ- র দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা।

government

আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতি অতীত! এবার নয়া মামলায় গ্রেফতার হচ্ছেন পার্থ? তোলপাড় রাজ্য

বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হরে ডিএ-র দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশহারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে একেবারেই খুশি নন এ রাজ্যের সরকারি কর্মীরা।

ad2
Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর