একটানা ৯ দিন ছুটি! সরকারি কর্মীদের জন্য বড় খবর! রইল নবান্নের হলিডে লিস্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসের শুরু থেকেই একাধিক ছুটি (Government Holiday) পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ৬ এপ্রিল রামনবমীর জন্য ছুটি ছিল। এরপর ১০ এপ্রিল (বৃহস্পতিবার) মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সপ্তাহেও অর্ধেক দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস। এই আবহে সামনে আসছে বড় খবর! এবার একটানা ৯ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)।

একটানা ৯ দিন ছুটি (Government Holiday) কীভাবে মিলবে?

আগামী সপ্তাহে পয়লা বৈশাখ, গুড ফ্রাইডে সহ বেশ কিছু উৎসব রয়েছে। সপ্তাহের শুরুতেই ড. বি আর আম্বেদকরের জন্মদিন রয়েছে। সেই কারণে সোমবার ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এরপর মঙ্গলবার রয়েছে নববর্ষ। মাঝে বুধ, বৃহস্পতি কাটিয়ে শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকবে। এরপর শনিবার বহু সরকারি অফিস এমনিতেই ছুটি থাকে। রবিবার সাপ্তাহিক ছুটি।

এক্ষেত্রে সরকারি কর্মীরা যদি বুধবার ও বৃহস্পতিবারের ছুটি (Government Holiday) ‘ম্যানেজ’ করে নিতে পারেন তাহলে একটানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন। তবে এদিকে নিয়ম বলছে, একটানা ৬ দিনের বেশি ছুটি হয়ে গেলে সিএল অথবা ক্যাজুয়াল লিভ নেওয়া যায় না। তবে সেক্ষেত্রে তাঁকে আর্নড লিভ নিতে হবে।

আরও পড়ুনঃ চাকরিহারাদের মামলার তদন্তভার থেকে সরানো হল অভিযুক্ত এসআইকে! এবার দায়িত্ব পেলেন কে?

তবে কোনও কর্মচারী যদি ক্যাজুয়াল লিভ (Casual Leave) নেন, তাহলে তাঁকে ছুটির জন্য আগে থেকে আবেদন করার দরকার হয় না। কাজে যোগ দেওয়ার পরেও ছুটির জন্য আবেদন করতে পারেন। তবে আর্নড লিভ নিলে তাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাম অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে অনুমোদন পেয়ে গেলে একটানা লম্বা ছুটি পেয়ে যাবেন সংশ্লিষ্ট সরকারি কর্মী।

Central Government employees 8th Pay Commission salary pension hike latest update

এদিকে সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক ঘোষণা হয়েছে। এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাচ্ছেন তাঁরা। রাজ্য বাজেটে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরপর মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে নয়া ছুটি (Government Holiday) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই চলে এল একটানা ৯ দিন ছুটি পাওয়ার সুবর্ণ সুযোগ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X