বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের পর বাংলায় একাধিক ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। তবে শুরু হয়েছে কড়াকড়িও। কিছুদিন আগেই নবান্নে বৈঠক করে সরকারি কর্মীদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু এ রাজ্যই নয়, পাশাপাশি অন্য একাধিক রাজ্য সহ কেন্দ্রীয় সরকারও নিজের কর্মীদের (State Government Employees) জন্য বিভিন্ন বিষয়ে গাইডলাইন জারি করেছে। একই পথে হেঁটেছে সিকিমে সরকার।
বাড়তি ছুটির ঘোষণা রাজ্যে (Government Holiday)
রিপোর্ট অনুযায়ী, সিকিমে সরকারি কর্মীদের অফিসে আসা এবং অফিস থেকে বের হওয়ার টাইমিং নিয়ে জারি হয়েছে হয়েছে নির্দেশিকা। চলতি সপ্তাহেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে সরাকরি কর্মীদের বাধ্যতামূলক ভাবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত অফিসেই ডিউটি করতে হবে। ফাঁকি দেওয়া চলবে না।
তবে একই সাথে ঘোষণা করা হয়েছে বাড়তি ছুটিরও। বাংলার পড়শি রাজ্য সিকিমে সরকারি কর্মীদের জন্য মাসে দুটো করে বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতি সপ্তাহে রবিবারের পাশাপাশি এবার থেকে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটির ঘোষণা করেছে সরকার।
আরও পড়ুন: অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে গিয়েছিল চাকরি! সেই মন্ত্রীকন্যা অঙ্কিতাকে বিরাট পুরস্কার তৃণমূলের
ওদিকে এ রাজ্যেও সামনেই হলিডে (Government Holiday) রয়েছে। বুধবার ১৭ জুলাই রয়েছে মহরম। ওই দিন ছুটি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এরপর অগাস্ট মাসে লম্বা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য। স্বাভাবিকভাবেই ১৫ অগাস্ট ছুটি থাকছে। রাখী পড়েছে ১৯ অগাস্ট সোমবার। অর্থাৎ পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। জন্মাষ্টমীও পড়েছে ২৬ অগাস্ট সোমবার। ফলে সেদিনও ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। অর্থ্যাৎ তখনও টানা শনি-রবি-সোম ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।