বেতন বন্ধ হয়ে যেতে পারে রাজ্যের সরকারি কর্মীদের! বড়সড় আশঙ্কা প্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ মূল্যবৃদ্ধি নিয়ে জেরবার গোটা বিশ্ব সহ ভারত। আর বৃহস্পতিবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য একটি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বড় আশঙ্কার কথা শোনান।

উল্লেখ্য, এদিন দেশের অর্থনীতি নিয়ে বড়সড় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেখান থেকেই তিনি রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় আশঙ্কার কথা শোনান। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানিনা যে, আগামী দিনে সব রাজ্য তাদের কর্মীদের ঠিকমতো বেতন দিতে পারবে কী না। কেন্দ্র তো ঠিকমতো GST টাকা দিচ্ছে না। বাংলা থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্য দিচ্ছে না।”

মুখ্যমন্ত্রী বলেন, সবেতেই সেস লাগিয়ে রেখেছে। আর রাজ্যগুলো ভাগও পাচ্ছে না। আমরা কেন্দ্রের কাছে ৯০ হাজার কোটি টাকা পাই। আমরা এই সময় কেন্দ্রের কাছে আবেদন করব যে, মহামারীর কারণে GST বাবদ ক্ষতিপূরণের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করতে।

মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ভারতের অর্থনীতির অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, দু’দিন আগে নবান্ন থেকেই ভারতের অর্থনীতির সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতির তুলনাও করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, কেন্দ্র জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে কোনও পদক্ষেপ নিচ্ছে না। কেন্দ্র সরকার টোল ট্যাক্স বাড়িয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। বর্তমানে টোল ট্যাক্স বন্ধ রাখার আবেদন জানাই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর