গান গেয়ে শহর জুড়ে মিছিল! DA প্রাপকরা এবার গলা মেলালেন টাপা টিনি, সাদা কালার সুরে

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে (West Bengal) সরকারী কর্মচারীরা (Government employees) তাদের পাওনা বকেয়া নিয়ে অনেক দিন ধরেই মিছিল করার কথা ভেবে আসছিলেন। কলকাতা পুলিশ (Kolkata Police) তাদের বাধা দিলেও, হাই কোর্টে তাঁদের অনুমতি দেয় এই মিছিল (Rally) করার। শুধু হাইকোর্টের (High court) তরফে বলা হয়েছিল তারা যেন কোনো জায়গায় অবস্থান বিক্ষোভ না করেন। তবে একান্তই যদি বিক্ষোভ করতে হয়, তাহলে তারা যেন শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করেন। আর সেই মতোই সরকারী কর্মীরা আজ সেই মিছিল করার সিদ্ধান্ত নেন।

কিন্তু এই মিছিলে জুড়ে গেলো টলিউডও। না না, বাংলা সিনেমা জগতের কোনো অভিনেতা অভিনেত্রী বা কোনো পরিচালক এই মিছিলে যোগদান করেননি। আসলে সাম্প্রতিক সময়ের দুটি বাংলা গান এই মিছিলের মূল অংশ হয়ে ওঠে। কদিন আগে ‘হাওয়া’ নামের একটি বাংলা সিনেমা মুক্তি পায়, সেখানে একটি গান ছিল, সাদা সাদা কালা কালা। সরকারী কর্মচারীরা সেই গানের সাথে তালে তাল মিলিয়ে তাঁরা গলা ছেড়ে গেয়ে উঠলেন, ‘সাদা সাদা কালা কালা/ ডিএ দিতে এতো জ্বালা?’

পাশাপাশি স্লোগান ছিল ‘বেলা শুরু’ সিনেমার বিখ্যাত গান ‘ইনি বিনি টাপা টিনি’। সরকারী কর্মচারীরা সেই গানের সাথে মিলিয়ে স্লোগান ছাড়লেন, ‘ইনি বিনি টাপা টিনি…লজ্জা লাগা দরকার।’ এবং এই বাকিরা এই স্লোগানের সাথে তাল মিলিয়ে বললেন, ‘চুরি করেছে, চুরি করেছে, ডিএ সরকার।’

DA rally

রাজনৈতিক আন্দোলনে এই রকম গান করে মিছিল করা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু সাধারণত এই ধরণের মিছিল ছাত্র বা যুবদের মিছিলে দেখা মেলে, কিন্তু এটাই হয়তো প্রথম যেখানে বয়স্ক সরকারী কর্মচারীরা এবং পেনশন ভোগীরা এই রকম ভাবে মিছিল করলেন। তবে এই সুরেলা মিছিল করেও কোনো লাভ হলো না তাঁদের। কারণ ডিএ-এর পাওনা বকেয়ার তারিখ আরও দুই মাস পিছিয়ে দিলো হাই কোর্ট। আর হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা এখন শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করতে চলেছেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর