বাংলা হান্ট ডেস্কঃ ফের সরকারের (State Government) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মাসে মাসে বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। এমনই অভিযোগ তুললেন রাজ্যের সরকারি কর্মচারীরা (Government Employees)। আসলে সরকার তরফে কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করা হয়েছিল। যার জন্য প্রতি মাসে রাজ্য সরকার কর্মীদের বেতনও কেটে নিচ্ছে। তবে অভিযোগ, টাকা নেওয়া সত্ত্বেও সঠিক মানের মেডিক্যাল পরিষেবা মিলছে না।
সম্প্রতি রাজস্থানের বাঁশওয়ারায় ‘এম্পলয়ি অ্যান্ড পেনশনার ওয়েলফেয়ার আ ফার্স’ শীর্ষক এক সেমিনরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বর্তমান কর্মরত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। সেই সেমিনারেই সকলে এই মেডিক্যাল পরিষেবা নিয়ে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে।
আরও পড়ুন: অবৈধ নির্মাণের চাঙড় খসে পড়ল এক ব্যক্তির ছাতার উপর, হাওড়ার ভয়ঙ্কর কাণ্ড! হুলুস্থূল
রাজস্থানের ভজন লাল সরকারের ওপর অভিযোগ তুলে সরকারি কর্মীদের অভিযোগ, সরকারের চালু করা সব কল্যাণমূলক স্কিম দিয়ে কোনো কাই হয়না। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, আরপিএমএফ, আরজিএইচএস, গ্রুপ অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্সের নাম করে মাসে মাসে বেতন থেকে টাকা কাটা হচ্ছে ঠিকই তবে ঠিক মত পরিষেবা মিলছে না।
আরও পড়ুন: আজ থেকেই বাড়ছে আমূল দুধের দাম! লিটার প্রতি নতুন রেট জানতেই চোখ ছানাবড়া আমজনতার
সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারি কর্মীরা রাজ্য স্তরে একটি কর্মচারী কল্যাণ কমিশন গঠনের দাবি জানান সেই সেমিনারে। তারা বলেন প্রতিটি জেলায় কমিশনের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হোক। যিনি সমস্ত বিষয়ের ওপর নজর রাখতে পারবেন। সরকার তরফে যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।