বন্দে ভারতে পাথর ছোড়া নিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা! সুকান্ত সহ ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বাংলা হান্ট ডেস্ক : ‘‌বন্দে ভারত’‌ এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় (Attack on Vande Bharat Express) নয়া মোড়। ভুল খবর পরিবেশন করায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanata Majumdar) সহ কলকাতার ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করল কলকাতা পুলিস।

গত ৩০ ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রা শুরু করে ‘‌বন্দে ভারত’‌। যাত্রা শুরুর পর পরই বেশ কয়েকবার ওই ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা সামনে আসে। এই ঘটনার নিন্দা করেছে বিভিন্ন মহল। এদিকে পুলিসের অভিযোগ, সংবাদমাধ্যম পাথর ছোঁড়ার ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। আর তার জেরেই অপমানিত হচ্ছে রাজ্য। এই অভিযোগ তুলে ১০ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলকাতা পুলিসের বেলেঘাটা থানা।  পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।

   

vande bharat

বন্দে ভারতে আক্রমণের বিষয়ে বলতে গিয়ে সুকান্ত মজুমদার উদ্বোধন অনুষ্টানের বিতর্ককে সামনে আনেন। তিনি বলেন,’মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলায় তাঁর হয়ত রাগ আছে। এনআরসি-র সময় যাদের দিয়ে ট্রেন পোড়ানো হয়েছিল, তাদের দিয়েই হামলা চালানো হয়েছে।’ এরপরই মামলা করা হলো তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্বও।

রাজ্য সরকারের দাবি, পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে বিহারে। কিন্তু বার বার বাংলার কথা তুলে হেয় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অবশ্য বিরোধীদের দাবি, মমতার সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে।রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ক্ষোভ উগড়ে দিয়েছেন সরকারের বিরুদ্ধে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর