রাজ্যের প্রাথমিক স্কুলে মোটা টাকা অনুদান মমতা সরকারের

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের মতো প্রাথমিক শিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মোটা অঙ্কের আর্থিক বরাদ্দ করে রাজ্য সরকার। প্রতি বছর শীতকালে যে আঞ্চলিক, জেলা স্তরের প্রতিযোগিতা হয় তার জন্য এক একটি জেলাকে দায়িত্ব দিয়ে সেই জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার।831414 mamata banerjee 5 1

তাই এ বছরেও অ্যানুয়াল স্পোর্টস মিট অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত 37 তম অ্যানুয়াল স্পোর্টস মিট 2019-এর জন্য জেলাগুলিতে প্রতিটি সার্কেলে প্রাথমিক পর্যায়ে এক লক্ষ করে টাকা বরাদ্দ করল সরকার। যদিও এই টাকা দুটি পর্যায়ে ভাগ করে দেবে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলকে প্রস্তুতির জন্য 2 লক্ষ চল্লিশ হাজার টাকা অনুদান দিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সেই টাকাও দুটি পর্যায়ে ভাগ করে দেওয়া হবে জানা গিয়েছে চল্লিশ হাজার টাকা আন্তর্জাতিক স্তরে এবং দু লক্ষ টাকা জেলা স্তরে খেলার জন্য তহবিল গঠনের মাধ্যমে প্রধান দেওয়া হবে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা কাউন্সিলরের চেয়ারম্যানকে আবেদন করে জানানো হয়েছে। যদিও এর আগে চলতি বছরে আটটি বিভাগে খেলার জন্য প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের খেলার পুরস্কার পাশাপাশি পোশাক জুতো মোজা সরবরাহ করা হবে বলে জানিয়েছিল রাজ্যের প্রাথমিক স্কুল শিক্ষা দফতর।

উল্লেখ্য, প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলির তরফে স্কুল স্তরে, আঞ্চলিক স্তরে, জেলা এবং সর্বশেষ রাজ্য স্তরে খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর