বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি স্কুল শিক্ষকদের (Government Teacher) জন্য এসে গেল দারুন সুখবর! DA না বাড়ালেও সরকারি স্কুল শিক্ষকদের বিরাট স্বস্তি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বদলির নির্দেশ স্থগিত করে দিয়ে তিনি জানিয়েছেন যে যেখানে চাকরি করছিলেন সেখানেই থাকবেন। স্কুল শিক্ষকদের বদলির নির্দেশ মঙ্গলবার স্থগিত করে দিয়েছিল পাটনা হাইকোর্ট।
সরকারি শিক্ষকদের (Government Teacher) জন্য দারুণ উপহার দিল রাজ্য
তারপর বিহার সরকার রাজ্যের ৮৫ হাজার স্কুলের কর্মরত ৫. ৭৫ লক্ষ স্কুল শিক্ষকদের (Government Teacher) জন্য নতুন বদলি নীতি স্থগিত করে দিয়েছে। শিক্ষামন্ত্রী সুনীল কুমার জানিয়েছেন হাইকোর্টের সর্বশেষ স্থগিতাদেশের উপর ভিত্তি করেই সমস্ত দিক বিবেচনা করে একটি নতুন নীতির প্রণয়ন করা হবে। হাইকোর্ট নির্দেশ স্থগিত করার আগেই আদালতে প্রায় ১.২ লক্ষ শিক্ষক (Government Teacher) তাদের বদলির জন্য আবেদন জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী সুনীল কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শিক্ষকদের বদলি নীতির নির্দেশ দিয়েছেন। আমরা অবিলম্বে এটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকরা এখন যেখানেই পদায়ন হবে সেখানেই থাকবেন। আমরা প্রয়োজনে নীতিতে পরিবর্তন আনব’।
আরও পড়ুন: ‘ছোটলোক’দের সাথে মুখ লাগাই না! কল্যাণ ‘জেল খাটা’ বলতেই পাল্টা দিলেন মদন
রাজ্যের শিক্ষকদের একই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রথম পর্যায়ে দক্ষতা যাচাই এর পরীক্ষায় যে সমস্ত শিক্ষকরা পাস করেছেন তাদের অ্যাপয়েনমেন্ট লেটার বন্টনের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ২০০৬ সাল থেকেই পঞ্চায়েত বা পুরসভার মাধ্যমে এ সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল।
জানা যাচ্ছে দক্ষতা যাচাইয়ের জন্য প্রথম দফায় যে পরীক্ষা হয়েছিল তাতে মোট পাশ করেছিলেন ১,৮৬,৮১৮ জন শিক্ষক। আর দ্বিতীয় দফার পরীক্ষায় উত্তীর্ন হয়েছিলেন ৬৫,৭১৬ জন শিক্ষক। এপ্রসঙ্গে অতিরিক্ত মুখ্যসচিব এস সিদ্ধার্থ জানিয়েছেন, পরবর্তীতে আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে পুরনো শিক্ষকদের কাজে যোগ দেওয়ার তারিখ জানানো হবে।
এদিন বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে সরকারি স্কুল শিক্ষকদের তিনটি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছিল। তবে পরবর্তীতে পাঁচটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত দুটি পরীক্ষা হয়েছে। বাকি শিক্ষকদেরও এই পরীক্ষা দিতে হবে।
একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মচারীর স্বীকৃতি পাওয়ার জন্য এখনও ৮৫,০০০ শিক্ষককে ওই দক্ষতা যাচাইয়ের পরীক্ষা দিতে হবে। কারও মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেই বিষয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ওই শিক্ষকদের ‘বিশিষ্ট শিক্ষক’ হিসেবে চিহ্নিতও করা হবে. পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও উন্নতির জন্য তাঁরা লাগাতার পদক্ষেপ করবেন।