বাংলা হান্ট ডেস্কঃ ৪ বা ৫ % নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার বড় সুখবর। এক ধাক্কায় ১২ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হল তাদের। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের যুগ্ম ক্যাবিনেট সচিব রাজীব রঞ্জন জানিয়েছেন, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ডিএ ১২ শতাংশ বাড়ানো হচ্ছে।
ডিএ বাড়ল এই রাজ্যে- Dearness Allowance DA
ঘটনাস্থল ঝাড়খণ্ড। সেই রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। যেই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীরা। জানিয়ে রাখি, বর্ধিত ডিএ ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম ক্যাবিনেট সচিব। উল্লেখ্য, এতদিন এই সরকারি কর্মীরা ৪৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৪৫৫ শতাংশ হারে ডিএ পেতে শুরু করবেন এই কর্মীরা।
এদিকে রাজ্যের ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারীদেরও ডিএ বৃদ্ধি হয়েছে। তারা বিদ্যমান ২৩৯ শতাংশ থেকে ২৪৬ শতাংশ (মূল বেতনের) ডিএ পাবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এবার থেকে এই কর্মচারীরা ২৪৬ শতাংশ ডিএ পাবেন, যা আগে ছিল ২৩৯ শতাংশ। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।
কেন্দ্রের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্য ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি হয়েছে, তবে মাত্র ৪ শতাংশ।বাজেটে বাংলার সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে মমতা সরকার। যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ (DA)।
আরও পড়ুন: ‘যদি বলে লুঠ করে চলে গিয়েছে..,’ তিন মাসের কড়া ডেডলাইন হাইকোর্টের, কোন মামলায়?
উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বেড়ে হল ১৮%। যা পয়লা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।