বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য বর সুখবর। ৪% নয়, এবার ৭% মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার (State Government)। তবে এ রাজ্যে নয়। জানিয়ে রাখি, মঙ্গলবার ঝাড়খণ্ড সরকার তার কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ৭ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই বর্ধিত ডিএ গত বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
ডিএ বাড়ালো রাজ্য- Dearness Allowance
ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায়, সরকারি কর্মচারীরা বিদ্যমান ২৩৯ শতাংশ থেকে ২৪৬ শতাংশ (মূল বেতনের) ডিএ পাবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এবার থেকে কর্মচারীরা ২৪৬ শতাংশ ডিএ পাবেন, যা আগে ছিল ২৩৯ শতাংশ। গতকাল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।
সাংবাদিকদের যুগ্ম মন্ত্রিপরিষদ সচিব রাজীব রঞ্জন জানিয়েছেন, “পঞ্চম বেতন কমিশনের অধীনেও সরকারি কর্মচারীদের ডিএও ৪৪৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫৫ শতাংশ করা হয়েছে। যা ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে।” সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীরা।
এদিকে পশ্চিমবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি হয়েছে ঠিকই তবে মনের মত নয়। না-খুশ সরকারি কর্মচারীদের (Government Employees) একটা অংশ। বাজেটে বাংলার সরকারি কর্মীদের জন্য মাত্র ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে মমতা সরকার। যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ (DA)। এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর যখন ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীদের একাংশ।
বাজেটে ৪% শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বেড়ে হল ১৮%। যা পয়লা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক ইউনূসের! এবার বাংলাদেশের এইসব যোদ্ধারা পাবেন ভাতা–সুবিধা,তালিকায় কারা আছে?
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে ডিএ পাচ্ছেন। ফলে ফারাক সামান্য কমে দাড়িয়েছে– ৩৫ শতাংশে (৫৩%-১৮%)। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশনেরও ঘোষণা করেছে। আর সরকারের এই ঘোষণার পর থেকেই কেন্দ্র-রাজ্যের ডিএ-বৈষম্য নিয়ে আরও বেশি সুর চড়াতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি।