বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে উপহারের ঝুলি খুলেছিলেন মমতা। এবার ভোটে বিরাট সাফল্যের পর একের পর এক সুখবর। গতকালই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে নয়, এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees) ৪% বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) পাবেন (Government Of West Bengal)। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য এক মাসের অতিরিক্ত ভাতা ঘোষণা করে রাজ্য। সেই রেশ কাটতে না কাটতেই বুধে আবার ধামাকা।
মঙ্গলবার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (Retirement Allowance of Home Guards)। নবান্নের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বার থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এত দিন এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা হল।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে অর্থাৎ হোমগার্ডদের ভাতা বৃদ্ধির সিদ্ধানলিখিত ভাবে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে। গতকালই সরকারি কর্মীদের এক মাসের অতিরিক্ত ভাতার ঘোষণা, আর তারপরই রাজ্যের এই সিদ্ধান্তে রীতিমতো খুশির হাওয়া সর্বত্র।
আরও পড়ুন: ‘অর্পিতার সংস্থা..’, ED-র ওপর বেজায় ক্ষুব্ধ কোর্টের বিচারক, তড়িঘড়ি বিরাট নির্দেশ
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় ১৮ হাজারেরও বেশি হোমগার্ড রয়েছেন। অবসরের পর এতদিন ৩ লক্ষ টাকা করে ভাতা পেতেন তারা। প্রথম দিকে এর পরিমাণ ছিল মাত্র ৫০০০০ টাকা। তবে এবার সেই ভাতা ৫ লক্ষ টাকা করায় হোমগার্ডরা অনেকটাই নিশ্চিন্ত হবেন বলে মনে করা হচ্ছে।