লক্ষীর ভাণ্ডারের পর এবার নয়া প্রকল্প! মাসে মাসে মহিলারা পাবেন ১৫০০ টাকা, ঘোষণা রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনদরদী প্রকল্প (Government Scheme) চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দিন সেই তালিকায় আরও নতুন নতুন নাম যোগ হচ্ছে। সমাজের সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

যেমন মহিলাদের জন্য লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar), বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা, চালু হয়েছে সবুজ সাথী, কন্যাশ্রী থেকে রূপশ্রী সহ আরও কতো কী। তবে মুখ্যমন্ত্রী সব থেকে বেশি রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখেছেন। মহিলাদের মাসিক অর্থ সাহায্য প্রদান করার জন্য চালু করা হয়েছে লক্ষীর ভাণ্ডার।

মমতাময়ী মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সম্পর্কে সকলেই ওয়াকিবহাল৷ মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতোই একই উদ্যোগ নিতে দেখা গিয়েছে অন্যান্য রাজ্যেও৷ রাজ্যের মহিলাদের মন জয় করতে লক্ষীর ভাণ্ডারের তুলনা নেই। প্রথমে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ দ্বিগুন বৃদ্ধি করেছে রাজ্য। বর্তমানে মহিলারা মাস গেলে ১০০০ টাকা করে পান।

অন্যদিকে এই প্রকল্পের অধীনে তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে আগে ১০০০ টাকা করে পেতেন তবে ভাতার বৃদ্ধির পর বর্তমানে তারা ১৫০০ টাকা করে পান। এবার এই লক্ষীর ভাণ্ডারের অনুকরণেই আরেক রাজ্যে মহিলাদের জন্য আনা হচ্ছে দুর্দান্ত প্রকল্প। জানিয়ে রাখি, বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্র সরকার অর্থাৎ একনাথ শিন্ডে সরকার নিয়ে আসছে লক্ষীর ভাণ্ডারের মতোই প্রকল্প।

State Government announces Government scheme Subhadra Yojana for women

আরও পড়ুন: ঘনাচ্ছে নিম্নচাপ! একটু পর থেকেই ভারী বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, তালিকায় কলকাতাও?

ভোটের আগে শুক্রবার মহারাষ্ট্রে বিধানসভা বাজেট পেশ করা হয়েছিল। বাজেট পেশ করেই নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷ ঘোষণা করা হয়, এবার রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা দেওয়া হবে। আগামী জুলাই মাস থেকে চালু হতে থাকা এই প্রকল্পের নাম হবে ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা’। ভোটের আগে সরকারের এই ঘোষণায় যথেষ্টই খুশি রাজ্যের মানুষজন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর