রেলের অনুমতির পরই আটকে পড়া মানুষদের ঘরে ফেরাতে টোল ফ্রি নম্বর চালু করল মমতা সরকার

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন শুরু হবার পর দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন হাজার হাজার মানুষ। এবার তাদের ঘরে ফেরাতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই তারা চালু করেছেন একটি টোল ফ্রি নম্বর। নম্বরে ফোন করে রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন পরিযায়ী শ্রমিক-সহ ভিন রাজ্যে আটকে পড়া পুণ্যার্থী, পর্যটক এবং পড়ুয়ারা। সমস্ত বিষয় খতিয়ে দেখতে নোডাল অফিসার পিবি সেলিমকে নিয়োগ করা হয়েছে।

mamata 222 1

বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে নির্দেশ দিলেও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবরা তাতে গররাজি ছিলেন। বিশেষ ট্রেন চালানোর দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করেন তাঁরা। সেই দাবি মেনে নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে রেল মন্ত্রককে বিশেষ ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয় গড়ে তুলতে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হল রেলকে।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেল জানিয়েছে, ১৭ মে পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকলেও। রাজ্যের বাইরে আটকে থাকা শ্রমিক, পুণ্যার্থী, পর্যটক, পড়ুয়া ও অন্যদের নিজ নিজ রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালানো হতে পারে। রাজ্য সরকারগুলির অনুরোধের ভিত্তিতেই চালানো হবে ট্রেন।

পাশাপাশি আরো জানানো হয়েছে, রাজ্য সরকারের পাঠানো তালিকা অনুযায়ী যাত্রী পরিবহন করবে রেল। ব্যাক্তিগত ভাবে কাউকেই রেল সফর করবার অনুমতি দেওয়া হবে না। তাই রেল স্টেশনে জমায়েত করতে নিষেধ করা হয়েছে রেলের তরফে।

প্রসঙ্গত, রাজস্থানের কোটা থেকে রাজ্যের ২৫০০ ছাত্রকে ৯৩ টি বাসে ফিরিয়ে আনা হয়েছে শুক্রবার । বুধবার তারা রাজস্থান থেকে ফেরার বাসে উঠেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ২৭ এপ্রিল টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই পুরো প্রক্রিয়ায় নজর রাখছেন, ইতিমধ্যেই পড়ুয়াদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাংলার যে সমস্ত পড়ুয়া কোটায় আটকে রয়েছেন, খুব শীঘ্রই বাড়ির উদ্দেশে রওনা দেবেন তাঁরা।

সম্পর্কিত খবর