বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকারের কৃষিবিভাগ, জানুন বিস্তারিত 

খুব শীঘ্রই রাজ্য সরকারের কৃষি বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে চলেছে৷ আগে যারা এই পদে কর্মরত ছিলেন তাদের সকলের পদোন্নতি হওয়ায় এই শূন্যপদ তৈরি হয়েছে। মোট শূন্যপদ এর সংখ্যা ১২০০ এর বেশি। নতুন বছরের শুরুতেই এই শূন্যপদগুলিতে আবেদনের বিজ্ঞপ্তি দেবে রাজ্য সরকার।

8662 job

এই চাকরিতে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবে।

চাকুরি প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ বয়স ৪০ বছর। তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ৫ বছর, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেনীর জন্য ৩ বছর ছাড় পাবেন। দৈহিক প্রতিবন্ধীদের জন্য ৮ বছরের ছাড় রয়েছে।

প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দুটি পর্বে হবে এই পরীক্ষা৷ প্রথম পর্বে ইংরেজি, পাটিগণিত ও সাধারণ জ্ঞানের ওপর ১২০ নম্বরে পরীক্ষা হবে। দ্বিতীয় পর্বে হবে ৩০ নম্বরের ইংরেজি পরীক্ষা৷

প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে ও বলতে জানতে হবে। বেতন হবে ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত। গ্রেড পে ২৯০০ টাকা।

 

 

সম্পর্কিত খবর