৬ দিনেই ৫৬০টি অভিযোগ! ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ভোট মিটলেও প্রতিবারের মতো রাজ্যে অব্যাহত সন্ত্রাস। লাগাতার বিরোধীদের উপর হামলা, ঘর ছাড়া বহু মানুষ। এই নিয়েই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ গত ৬ জুন রাজ্যকে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছিল। সেই মতো মঙ্গলবার ভোট-পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence 2024) নিয়ে আদালতে (Calcutta High Court) রিপোর্ট জমা দিল রাজ্য সরকার।

আদালতের নির্দেশ ছিল, রাজ্য পুলিশের DG-কে ই মেল মারফত অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা। অভিযোগ খতিয়ে দেখে FIR দায়ের করারও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন রিপোর্ট জমা করে রাজ্য সরকার জানাল, গত ৬ থেকে ১২ জুন পর্যন্ত মোট ৫৬০টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ১০৭টি অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে।

রিপোর্টে রাজ্য আরও জানিয়েছে ৫৬০টি অভিযোগের মধ্যে ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি ১১৪টির ক্ষেত্রে। অন্যদিকে জমা পড়া অভিযোগের মধ্যে ১৮টি অভিযোগ ভোট-পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক নেই।

রাজ্যের পেশ করা রিপোর্ট অনুযায়ী, অভিযোগের মধ্যে সেগুলিতে ধর্তব্যযোগ্য অপরাধ ছিল এমন ১০৭টিতে এফআইআর দায়ের করা হয়েছে। ১১৪টির ক্ষেত্রে প্রাথমিক অভিযোগের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। যদিও সেগুলির মধ্যে কোনো ধরনের অপরাধ খুঁজে পাওয়া যায়নি।

Calcutta High Court

আরও পড়ুন: বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে, তবে কমবে না গরম: আবহাওয়ার খবর

পাশাপাশি এক অভিযোগ দুবার করে জানানো হয়েছে এমন ৮৮টি ক্ষেত্রে হয়েছে। ৩ খানা অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর ঠিকানা নেই। অন্যদিকে ১৩৮টি অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। সেই প্রক্রিয়া শেষ হলেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর