বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে মোট ২৩ টি মেডিকেল কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। কিন্তু ক্রমাগত রোগীর চাপ বাড়ছে এই কলেজগুলিতে। পাশাপাশি প্রতিবছর যে সংখ্যক ছাত্র-ছাত্রী ডাক্তারি পাশ করছেন তাদের দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি পূরণ করা যাচ্ছে না। এই অবস্থায় রাজ্য সরকার চাইছে মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানোর।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডব্য কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যোগদান করতে কলকাতায় আসেন। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে দেখা করে আরো মেডিকেল কলেজ খোলার আবেদন জানান। কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাস্থ্য সচিব বলেছেন, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে রোগীর অনুপাতে বেশ কমেছে চিকিৎসকের সংখ্যা।
আরোও পড়ুন : মৎস্যপ্রেমীদের জন্য সুখবর! ঝেঁপে বৃষ্টি নামতেই সস্তা মাছ বাজার, জানুন কততে বিক্রি হচ্ছে ইলিশ
রাজ্যে নতুন মেডিকেল কলেজ (Medical College) খোলা একান্ত দরকার। আরো নতুন চারটি মেডিকেল কলেজ খোলার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। জানা গেছে , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই আবেদনের মৌখিকভাবে সাড়া দিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল।
আরোও পড়ুন : তিনদিন চলবে না …! ডায়মন্ড হারবার, সুন্দরবন যাওয়ার প্ল্যান থাকলে সতর্ক হন আগেভাগেই
রোগীদের সুবিধার্থে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে জেলা ও মহাকুমা হাসপাতালগুলিতে। পাশাপাশি প্রতিটি ব্লকে কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল হারবাল হেলথ মিশনে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে এত পরিমাণ হাসপাতাল ও সুস্বাস্থ্য কেন্দ্রের গড়ে তোলা হলেও চিকিৎসক ও নার্সের সংখ্যা আনুপাতিকভাবে বেশ কম।
স্বাস্থ্য দপ্তর বলছে প্রতি বছর যে পরিমাণ ছাত্র-ছাত্রী ডাক্তারি পাশ করছেন তাদের দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। রাজ্যের এক স্বাস্থ্যকর্তার কথায়, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে নতুন মেডিকেল কলেজ খোলার অনুমতির জন্য।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোটা দেশে ৫০ টি নতুন মেডিকেল কলেজ খোলার অনুমতি দেয় গত জুন মাসে। এরমধ্যে পশ্চিমবঙ্গ দুটি মেডিকেল কলেজ পেয়েছে। বর্তমানে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে প্রতি বছর এমবিবিএস-এ ভর্তি হতে পারেন ৫১০০ পড়ুয়া। সেক্ষেত্রে নতুন মেডিকেল কলেজ খোলা হলে আসন সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।