মাধ্যমিক পাশেই পুলিশে চাকরির সুযোগ, রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে অধিকাংশ যুবতী পড়াশোনা করার পর চাকরির দিকে ঝোঁকেন। পড়াশোনা শেষে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি লাভের আশা থাকে সবার। অনেকেই আছেন যারা পুলিশের (Police Force) চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার সেই সমস্ত মহিলাদের জন্য সুখবর।

সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল মহিলারা মাধ্যমিক পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়া চলবে স্পোর্টস কোটায়। ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ২৩শে এপ্রিল থেকে ২২ শে মে পর্যন্ত।

ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে এই পদে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের অন্যান্য প্রান্তের চাকরি প্রার্থীদের অবশ্যই বাংলায় সাবলীল হতে হবে। আবেদনকারীর ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি ও ওজন ৪৯ কেজি থাকতে হবে। গোর্খা, রাজবংশী, তফসিলির উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম উচ্চতা ১৫২ সেমি ও ওজন ৪৫ কেজি থাকতে হবে।

২০২৩ সালের ১লা জানুয়ারি অনুযায়ী কনস্টেবল পদের (Constable Post) জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫ বছর ও অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

IMG 20210104 150505

ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন https://prb.wb.gov.in/ – এ। এক্ষেত্রে সাধারণ চাকরিপ্রার্থীদের ১৭০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতিদের ২০ টাকা আবেদন ফি লাগবে। এই পদে গ্রেড পে ২ হাজার ৬০০ টাকা। ৫ হাজার ৪০০ থেকে ২৫ হাজার ২০০ টাকা বেতন মিলবে প্রতিমাসে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর