অবশেষে শিক্ষক, শিক্ষাকর্মীদের বকেয়া মেটানোর ঘোষণা রাজ্যের, বহুদিনের অপেক্ষার অবসান

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে স্কারি কর্মীদের একাধিক উপহার দিয়েছে রাজ্য। গত ফেব্রুয়ারী মাসেই ফের একবার বাড়ানো হয় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। ভোটে বিরাট সাফল্যের পর একের পর এক সুখবর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে নয়, এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees) ৪% বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) পাবেন (Government Of West Bengal)। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য এক মাসের অতিরিক্ত ভাতা ঘোষণা করে রাজ্য।

ওদিকে এরই মাঝে সম্প্রতি আরও এক সরকারি বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়, এ বার থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এত দিন এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়। আর এবার মমতার পথেই পড়শি রাজ্য বিহার।

সূত্রের খবর, বিহার সরকার জানিয়েছে গত অর্থবর্ষের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যে সংখ্যক পদে অনুমোদন দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের জন্য ৩০৮.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ঘোষণার পরই বিরাট খুশি সে রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, অতিরিক্ত মুখ্যসচিব এস সিদ্ধার্থের হস্তক্ষেপে রাজ্য সরকারের শিক্ষা দফতর এবং রাজভবনের মধ্যে বিরাট সংঘাত চলছিল। যার জেরে উৎসবের বেতন পাননি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (Teachers), কর্মচারী এবং অতিথি শিক্ষক অর্থাৎ গেস্ট লেকচারাররা। সবথেকে সমস্যায় পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষকদের একাংশ।

teachers

আরও পড়ুন: বিস্ফোরক স্ক্রিন শট ‘ফাঁস’, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরার আর্জি কুণালের

এতদিনে এসে অবশেষে হল সুরাহা। রাজ্য সরকার তরফে যাও জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের টাকা বাবদ ১,১৪৮.৪৭ কোটি টাকা মঞ্জুর করবে রাজ্য। অতিথি শিক্ষকদের জন্য ১৪০.১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ভোট মিটতেই সরকারের এই পদক্ষেপে খুশি সকলে। উল্লেখ্য, বিহার সরকারের এই পদক্ষেপের জেরে বাবাসাহের ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয় সবথেকে লাভবান হয়েছে। সর্বাধিক টাকা পেয়েছে এই বিশ্ববিদ্যালয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর