বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর (Government Employees) জন্য এল বড় সুখবর। সম্প্রতি বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা হয়েছে রাজ্যে। দোলের মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে কর্মচারী ও শ্রমিকদের বড় উপহার দিয়ে দিল রাজ্য সরকার (State Government)। জানিয়ে রাখি, তাদের মাসিক ২৪৩৪ টাকা বেতন বৃদ্ধি করা করেছে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে সরকার তরফে।
কাদের বেতন বাড়ল? Government Employees
ঘটনাস্থল মধ্যপ্রদেশ। আউটসোর্সিং কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরিতে এই বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, ইন্দোর হাইকোর্টের সিদ্ধান্তের পর, শ্রম বিভাগ বেতন বৃদ্ধির নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকার তরফে। এমপির আউটসোর্সড কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪৩৪ টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে। ২০২৫ সালের মার্চ থেকে এর সুবিধা পেতে শুরু করবেন লক্ষ লক্ষ কর্মী।
রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে রাজ্যের ২১ লক্ষ আউটসোর্সড কর্মচারী ও শ্রমিকের মাসিক বেতন ১৬২৫ টাকা থেকে বেড়ে ২৪৩৪ টাকা হবে। তবে বেতন বৃদ্ধির কথা বলা হলেও ১১ মাসের বকেয়া সম্পর্কে কিছুই স্পষ্ট করা হয়নি সরকার তরফে। গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের ইন্দোর বেঞ্চের দেওয়া নির্দেশের পর শ্রম বিভাগ তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দার্জিলিংয়ের ম্যাল রোড নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! যা বললেন বিচারপতি সিনহা…
পাশাপাশি আদালত সরকারকে টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য একটি পৃথক ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশও দিয়েছে। পূর্বে, আউটসোর্সড কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তির বিরুদ্ধে এমপি টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছিল সে রাজ্যের হাইকোর্ট।
আরও পড়ুন: হঠাৎ নামবে তাপমাত্রা! গরমের মধ্যেই দক্ষিণবঙ্গে ফের শীতের কামড়? আবহাওয়ার খবর
এদিকে শ্রম বিভাগ মজুরি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করলেও গত ১১ মাসের বকেয়া বেতন সম্পর্কে বিস্তারে কিছু বলেনি। ধারণা করা হচ্ছে যে বর্ধিত মজুরি এবং বকেয়া বেতন ২০২৪ সালের এপ্রিলের আগেই পরিশোধ করা শুরু হবে।