বাংলা হান্ট ডেস্কঃ ভোটের কিছুদিন আগেই ফের একবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। এদিকে নির্বাচনের ফলাফলের পরে তো রীতিমতো উপহারের ডালি সাজিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এক মাসের এক্সট্রা ডিএ, অবসরকালীন ভাতা বৃদ্ধি সহ নিজের কর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা করেছে রাজ্য। এছাড়া আট থেকে আশি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের সুবিধা নিয়মিত পাচ্ছে সকলে। এরই মাঝে এবার আরও এক রাজ্যও অভিনব এক প্রকল্পের (Government Scheme) ঘোষণা করে সকলকে রীতিমতো চমকে দিল।
পড়ুয়াদের জন্য দারুন প্রকল্প (Government Scheme)
সম্প্রতি মহারাষ্ট্রের জোট সরকার এক বিরাট ঘোষণা করেছে। সেখানে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি, শিবসেনা ও এনসিপি-র জোট সরকার। বৃহস্পতিবার সরকার তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে বারো ক্লাসের পরীক্ষায় পাশ করলেই ছাত্রছাত্রীদের ৬ হাজার টাকা করে ভাতা দেবে সরকার (State Government)।
এখানেই শেষ নয়, ডিপ্লোমার ছাত্রছাত্রীদের ৮ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণাও করেছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি স্নাতক পাশ করা ছেলেমেয়েদের মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে। তাদের করে ৬ মাস করে ১০ হাজার অর্থাৎ মোট ৬০ হাজার টাকা দেবে রাজ্য।
মহারাষ্ট্র সরকার আরও জানিয়েছে, এই সরকারি পরিষেবার মাধ্যমে ১০ লক্ষ তরুণ তরুণী উপকৃত হবে। যার জন্য সরকারের কোষাগার থেকে বছরে ১০ হাজার কোটি টাকা খরচ হবে। প্রসঙ্গত, বহুদিন আগেই রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্পের (Government Scheme) উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:রাজ্যপাল বলে ছাড় নয়! শুরু হোক তদন্ত! বোসের বিরুদ্ধে শ্লীলতাহানি’র মামলায় কী নির্দেশ SC-র?
এ রাজ্যে রয়েছে কন্যাশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী সহ একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গে ক্লাস টেন পাশ করলেই ছেলেমেয়েরা ১০ হাজার টাকা করে ভাতা পায় পড়াশোনার সুবিধার্থে মোবাইল বা ট্যাব কেনার জন্য। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য রয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। যাতে মাধ্যমে মাত্র ৪ শতাংশ হারে শিক্ষা ঋণ নিতে পারে পড়ুয়ারা।