বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের সমস্ত স্তরের মানুষের আর্থিক সুবিধার জন্য এক নতুন পরিষেবা শুরু করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। কমলনাথ সরকার মধ্যপ্রদেশে প্রথম দেশের টাইম ব্যাঙ্ক চালু করতে চলেছেন। যার মাধ্যমে গ্রাহকরা নিজেদের ইচ্ছামতো আর্থিক পরিষেবা দিতে পারবেন, আর পরিবর্তে যে পরিমান টাকা লেনদেন হবে বা পরিষেবা দেওয়া হবে তার ভিত্তিতে ক্রেডিট আওয়ার জমা পড়বে ওই গ্রাহকের অ্যাকাউন্টে।
আর এর মাধ্যমে আর্থিক দিক দিয়ে স্বচ্ছলতা বাড়ার পাশাপাশি একে অন্যের সাহায্যেও সকলে আসতে পারবেন। তাই ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করে সমস্ত জেলা কালেক্টর ও প্রশাসকদের এই প্রক্রিয়া শীঘ্রই জেলায় জেলায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলায় শাখা থেকেই এই পরিষেবা চালানো যাবে বলেই প্রাথমিক ভাবে খবর।
জানা গিয়েছে, অনেকেই হঠাত্ আর্থিক সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তাঁর টাইম অ্যাকাউন্ট থেকে সাহায্যের জন্য যা যা করবেন তার জন্য প্রতি ঘন্টা হিসেবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট আওয়ার জমা পড়বে। তাই যেকোনো ব্যক্তি যেকোনো সময়েই এই অ্যাকাউন্টের সাহায্য নিতে পারবেন। টাইম ব্যাঙ্কের মাধ্যমে বয়স্কদের সাহায্য থেকে দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া সহ একাধিক সুবিধা পাওয়া যাবে।
প্রতিটি জেলায় মুখ্য ব্যাঙ্কের পাশাপাশি শাখা ব্যাঙ্ক থেকে লেনদেন চালাতে পারবেন গ্রাহকরা।আসলে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও যত্নশীল মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসতে চায় মধ্যপ্রদেশ সরকার।কেবলমাত্র দরিদ্র ব্যক্তিকে সহায়তা করাই নয়, প্রতিটি পর্যায়ের প্রতিটি মানুষকেই সাহায্য করা যাবে।’