পার্শ্বশিক্ষকদের অনশনের জের, চরম ব্যবস্থা নিল রাজ্যের শিক্ষা দফতর

বাংলা হান্ট ডেস্ক : প্রায় এক মাস হতে চলল বেতন বৈষম্যের দাবিতে আন্দোলন অনশনের পথে হেরেছে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের একাংশ। তাদের দাবি না মানলে স্কুলে যাবে না, নিজেদের অবস্থানে অনড় থেকেই এ কথাই বলছে বারে বারে। যদিও পার্শ্বশিক্ষকদের অনশনের জন্য এর আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ করেছিলেন, এমনকি হুঁশিয়ারিও দিয়েছিলেন।

তবে এবার স্কুল কামাই করা পার্শ্ব শিক্ষকদের শোকজ করল রাজ্যের শিক্ষা দফতর। যদিও শিক্ষা দফতরের তরফ থেকে শোকজের নোটিস পাওয়ার পরেও নিজেদের অবস্থানে অনড় পার্শ্বশিক্ষকরা। উল্লেখ্য চব্বিশ দিনে পা দিয়েছে ধর্না এবং টানা 19 অনশন ধরে অনশন চলছে পার্শ্ব শিক্ষকদের। আর এই প্রায় এক মাস ধরে রাজ্যের কোনও স্কুলেই পার্শ্ব শিক্ষকরা ক্লাস নিতে যাচ্ছেন না যে কার্যত দুর্ভোগে পড়েছেন স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকারা।bengal teacher 1200

যদিও ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরের তরফ থেকে কোন পার্শ্বশিক্ষক গর হাজির রয়েছেন? সেই বিষয়ে প্রধান শিক্ষক শিক্ষিকার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বে ও এখনও অবধি কোনও স্কুলই পার্শ্বশিক্ষক কাজেই যোগ তার মধ্যে। তাই  শিক্ষকদের গরহাজির নিয়ে সরাসরি শোকজের নোটিস পাঠাচ্ছে শিক্ষা দফতর।

বলে এর আগেই ক্লাসে না গিয়ে ধর্না নিয়েই শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এমনকি সেই সময় বিকাশ মহলের তরফেই শিক্ষামন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কার্যত উঠে পড়ে গিয়েছিল।

কিন্তু তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকরা কাজে যোগ দেয় নেই, র তাই গরহাজির শিক্ষকদের তালিকা তৈরি করে শো কজের নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তার সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত আর শিক্ষকরা।


সম্পর্কিত খবর