ফ্রি’তে ট্রেনিং থেকে শুরু করে দুর্দান্ত কাজের সুযোগ! কপাল খুলবে বেকারদের, কিভাবে আবেদন করবেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার (State Government) নিয়েছে অভাবনীয় উদ্যোগ। যুব সমাজকে কাজের দিশা দেখাতে উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে এসেছে সরকার (State Government)। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নতুন কাজের সন্ধান দেবে এই প্রকল্প। ২০১৬ সালে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, এবং দক্ষতা উন্নয়ন বিভাগের পরিচালনায় এই প্রকল্প নিয়ে আসা হয়। ভোকেশনাল ট্রেনিং দেওয়ায় পর যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এই সরকারি উদ্যোগ।

রাজ্য সরকারের (State Government) উৎকর্ষ বাংলা প্রকল্পের বৈশিষ্ট্য :

• সম্পূর্ণ বিনামূল্যে সরকার ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকে।

• এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং শেষে প্রদান করা হয় সার্টিফিকেট।

• কোর্সের নাম : ইলেকট্রিশিয়ান, টেলারিং, বিউটি কোর্স সহ একাধিক বিভাগের ট্রেনিং দেওয়া হয়ে থাকে।

আরোও পড়ুন : ঝড়ের মধ্যে ১৫ মিনিটে প্রেম, ৩ বার পালিয়ে বিয়ে! দম্পতির কীর্তিতে হেসে গড়াগড়ি খেলেন রচনা

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পূরণ করতে হবে কিছু মানদন্ড। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবেন। পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট, বসবাসের প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের  নথি প্রয়োজন হবে আবেদনের জন্য। অনলাইনে www.pbssd.gov.in সাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন ইচ্ছুকরা। আবেদন পত্র পূরণ করে নথি আপলোড করে জানাতে হবে আবেদন।

State Government

এই প্রকল্প সম্পর্কে আরও জানার জন্য যোগাযোগ করতে পারেন – পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, প্লট-B/7, অ্যাকশন এরিয়া-।।।. রাজারহাট, নিউটাউন, কলকাতা-700160 -এ। এছাড়াও এই প্রকল্পের বিশেষ সেল রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই সেলে গিয়ে যোগাযোগ করতে পারেন বিশদ তথ্যের জন্য। বাংলার বেকার যুবকদের স্কিল বৃদ্ধি করে কর্মসংস্থানের দিশা দেখানোই এই প্রকল্পের উদ্দেশ্য। সমাজে বেকারত্ব কমাতে ও যুব সম্প্রদায়কে কাজের মাধ্যমে স্বনির্ভর করার চেষ্টা চালিয়ে আসছে উৎকর্ষ বাংলা প্রকল্পটি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X