ফের DA বাড়ল সরকারি কর্মীদের! এবার কত শতাংশ? শুনলে খুশিতে লাফাবেন

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। হয়েই গেল ঘোষণা। হোলির আগে ফের বাড়ল ডিএ বা মহার্ঘ ভাতা। এবার আরও চার শতাংশ ডিএ (Dearness allowance) বাড়িয়ে দেওয়া হল কিছু সরকারি কর্মীদের (Employee)। যা শুনে খুশি ধরছে না সেই সব কর্মীদের। এই তো চলতি মাসেই বাজেটে অতিরিক্ত ৪% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তাহলে কাদের DA বাড়ল? জানুন বিস্তারিত।

জল জীবন মিশনের (Jal Jeevan Mission) কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। ৪% ডিএ বাড়ানো হয়েছে। যার ফলে একধাক্কায় অনেকটাই বাড়বে বেতন। উপকৃত হবেন হাজার হাজার কর্মচারী। বুধবার জল নিগম বোর্ড মিটিংয়ে ম্যানেজমেন্ট কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এখানে জানিয়ে রাখা ভালো, আগে এই মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ১৯৬ শতাংশ। ফের ৪% বৃদ্ধি করায় এখন তা দাঁড়িয়েছে ২০০ শতাংশে।

লোকসভা ভোটের আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যা আগামী ১ মার্চ থেকে কার্যকর করা হবে। এর ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সংস্থার ৩,২৬৫ জন কর্মচারী এবং ৭,৫৯৬ জন পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা পাবেন। তবে আচমকা এই ডিএ বৃদ্ধির ফলে জল নিগম গ্রামীণ বাজেটে প্রায় ছয় কোটি টাকা অতিরিক্ত বোঝা হয়ে যাবে।

da hike

আরও পড়ুন: আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, কোথায় কোথায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

কোনো কর্মীর মূল বেতন যদি বর্তমানে ২৫ হাজার টাকা হয়, তাহলে চার শতাংশ ডিএ বৃদ্ধির পর তার বেতন বাড়বে এক হাজার টাকা। এই ডিএ বৃদ্ধির ফলে প্ৰতি মাসে কর্মচারীদের বেতন বাবদ ২১ লক্ষ টাকা এবং পেনশনভোগীদের বেতন বাবদ ২৯ লক্ষ টাকা বাড়তি খরচ হবে। গত বুধবার জল নিগম পল্লীর পঞ্চম বোর্ড সভাতে এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর