বাংলা হান্ট ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয় সাথে পড়ুয়াদের ধস্তাধস্তি মারামারির ঘটনা সকলেরই জানা এই ঘটনায় এক অন্যতম ভূমিকা পালন করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বাবুল সুপ্রিয় কে বার করে এনেছিলেন রাজ্যপাল তারপর থেকে এতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা রাখেননি জগদীপ বাবু।
সেদিনের ঘটনার পর আজ ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখলেন আচার্য জগদীপ ধনখড়।কিছুদিনের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উজ্জাপিত হতে চলেছে সমাবর্তন উৎসব। এই সমাবর্তনে কাদের কাদের ডিলিট-ডিএসসি দেওয়া হবে, তাড়িয়ে বিশদে আলোচনা করতে আজ কোর্ট মিটিং ডাকা হয়েছে যাদবপুরে। সেই মিটিংয়ে যোগ দিতেই আজ বিশ্ববিদ্যালয়ে এসেছেন আচার্য ধনখড়।
রাজ্যপালের এই আগমন যাতে সুন্দর এবং সুষ্ঠভাবে ঘটে তার জন্য আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের তরফেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আবার সাদা পোশাকে কলকাতা পুলিশ খুঁজছে চারিদিকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা পুলিশ ডাকছে না, কিন্তু পুলিশ নিজের ইচ্ছায় কিছু করতে চায় করতে পারে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়ার পর এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয় এলেন রাজ্যপাল। ২ নম্বর গেট দিয়ে আজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে রাজ্যপালের কনভয়। উপাচার্য সুরঞ্জন দাস অরবিন্দ ভবনে তাঁকে অভ্যর্থনা জানান।
অন্যদিকে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ কোর্ট মিটিং শেষ হওয়ার পর আচার্য জগদীপ ধনখড়কে একটি স্মারকলিপি জমা দেবেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা এই স্মারকলিপির মাধ্যমে রাজ্যপালের কাছে আর্জি জানাবেন, বাবুল সুপ্রিয় ঘটনায় বিশ্ববিদ্যালয় ভাঙচুর করা হয়েছিল, তার তীব্র প্রতিবাদ যেন রাজ্যপাল করেন। সেদিন ইউজি আর্টসের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল এবিভিপি-র বিরুদ্ধে।