কেন্দ্রের চাপে ৫৭ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে, নাহলে মানুষ জানতেই পারত নাঃ অধীর চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) মৃত এবং আক্রান্তের সংখ্যাকে কেন্দ্র করে বহু বার কাঠগোড়ায় দাঁড়াতে হয়েছে বাংলাকে (West bengal)। কখনও অভিযোগ উঠেছে আক্রান্ত মানুষদের ঠিকমত চিহ্নিত করা হচ্ছে না, তো আবার কখনও তাঁদের সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছে না। আবার তো কখনও করোনা মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বলেও বারবার বিরোধীপক্ষের কাছ থেকে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।

adhir 1583240248

কেন্দ্র রাজ্যের বহু হিসাবে গরমিলের অভিযোগ উঠেছে বহুবার। আবার কেন্দ্র থেকে অভিযোগ উঠেছিল বাংলায় বেশ কিছু এলাকায় ঠিকমত লকডাউনের নিয়ম মান্য করা হচ্ছে না। তাই কেন্দ্র থেকে সম্প্রতি এক টিম পাঠানো হয়েছিল রাজ্যে পর্যবেক্ষণের জন্য। কিন্তু সেই টিমের সাথেও সংঘাতে জড়িয়ে পড়ে রাজ্য সরকার।

এরই মাঝে আবার রাজ্যের মুখ্যসচিব রাজ্যের করোনা মৃতের সংখ্যা হিসাব দিতে গিয়ে বলেন শুক্রবার অবধি ৫৭ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে। তবে তাঁর মধ্যে সরাসরি করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং বাকি ৩৯ জন অন্যান্য রোগের কারণে মারা গেছেন। এই নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দল তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন।

corona 5

রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ জরিত তথ্য গোপন করার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) রাজ্যের মানুষের সাথে লুকোচুরি খেলছেন। তিনি সঠিক তথ্য সবাইকে জানতে দিচ্ছেন না। এইভাবে তথ্য ধামাচাপা দিয়ে তিনি অপরাধ করছেন। মানুষের মৃত্যু লুকিয়ে অনার লাভ কিসে? করোনা ভাইরাসের বিষয়ে প্রথম থেকেই তিনি সবকিছু গোপন করে যাচ্ছেন। এই নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। এই নিয়ে আমি বহু চিঠি লিখেছি, প্রতিবাদ জানিয়েছি। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, রাজ্যের মানুষের সাথে তিনি যেন কোন লুকোচুরি না খেলেন’।

mamata banerjee salil6

তিনি আরও বলেন, ‘কেন্দ্রের টিম আসায় রাজ্য সরকার জানাচ্ছে করোনা ৫৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু কেন্দ্রের এই দলকেও রাজ্য সরকার তাঁদের কাজে বাঁধা দিয়েছিল। আজ তাঁদের চাপে সবকিছু স্বীকার করছে। নাহলে এতদিন মানুষ কিছুই জানতে পারত না। এই বিষয়েও রাজ্যপাল সন্দেহ প্রকাশ করেছন এবং আমিও তাঁর সঙ্গে একমত’।

 


Smita Hari

সম্পর্কিত খবর