বাংলা হান্ট ডেস্ক: ফের একবার খারাপ অবস্থার মুখে পড়ল রাজ্য সরকার। জাতীয় স্বাস্থ্য মিশনের ২০ % অর্থ হারাতে চলেছে পশ্চিমবঙ্গ-সহ দেশের ছটি রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই ক্ষেত্রে একটাই সান্তনার বিষয় যে সেই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও। এই তালিকায় থাকা অন্য রাজ্যগুলি হল বিহার, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। জানা গেছে রাজ্যগুলির স্বাস্থ্যসূচকে উন্নতি না হওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে বুধবার ২০১৮-১৯-এর হেলথ সিস্টেমস স্ট্রেংথদেনিং কন্ডিশনালিটি রিপোর্ট প্রকাশ করা হয়। এই রিপোর্টকেই ভিত্তি করে জাতীয় স্বাস্থ্য মিশনের তহবিল বন্টিত হয়েছে৷ রিপোর্টে প্রকাশ পেয়েছে, তালিকায় প্রথম পাঁচে রয়েছে, হরিয়ানা, কেরল, পঞ্জাব, অসম এবং দাদরা এবং নগর হাভেলি।
২০১৮-১৯ অর্থবর্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় স্বাস্থ্য মিশনের একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে জাতীয় স্বাস্থ্য মিশনের বাজেটে ইনসেন্টিভ/পেলান্টি ১০% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছিল। যেখানে রাজ্যগুলিকে বার্তা দিয়ে জানানো হয়েছিল ভালো কাজ করলে মিলবে বড় বড় পুরস্কার। যার সুবিধার্থে প্রকল্পে ৮০% শতাংশ অর্থ প্রাপ্তি একেবারে সুনিশ্চিতভাবে পাওয়া যাবে। কিন্তু রাজ্যের সারা বছরের কাজের সমীক্ষার ওপর এর বাকি ২০% অর্থ নির্ভর করছে।
সম্প্রতি নীতি আয়োগ দ্বারা প্রকাশিত একটি তালিকায় দেখা গিয়েছে যে ৩৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে অগ্রগতি হয়েছে মাত্র ২০টির কাজে। কিন্তু বাকি ১৬টি রাজ্য পর্যাপ্ত মানে পৌঁছতে পারেনি। যাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর। এরা প্রত্যেকেই খারাপ ফলের সম্মুখীন হয়েছে। এই তালিকায় অন্য রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম।