রেশন কার্ডে নমিনি যুক্ত করার নির্দেশ রাজ্যের, জেনে নিন সহজতর প্রক্রিয়া

বাংলা হান্ট ডেস্কঃ রেশন (ration) তুলতে আর নিজে না গেলেও চলবে। পরিবারের কোন সদস্য গিয়েও, তুলতে পারবেন অন্য সদস্যের রেশন। এমনই নিয়ম আনছে পশ্চিমবঙ্গ (west bengal) খাদ্য দফতরের তরফ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেশন কার্ডের ক্ষেত্রেও এবার থেকে নমিনি করা যাবে।

অর্থাৎ কোন ব্যক্তি যদি রেশন তুলতে যেতে না পারেন, সেক্ষেত্রে পরিবারের কেউ গিয়ে তাঁর রেশনটা নিয়ে আসতে পারবেন। বিশেষত, বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই এমন চিন্তা ভাবনা করেছে পশ্চিমবঙ্গ খাদ্য দফতর। প্রথমে ৩ মাসের জন্য এই পদক্ষেপ শুরু করা হবে বলেও জানা গিয়েছে।

ration

এই বিষয়ে খাদ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ৭১ শতাংশ মানুষের রেশন কার্ডের সঙ্গে আঁধার লিঙ্ক করিয়ে ফেলেছে। তবে যাদের এখনও করানো হয়নি, তাঁরা যাতে রেশন পাওয়া থেকে বাদ না যান, সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে’।

নমিনির নাম যুক্ত করার জন্য দু’পাতার একটি নমিনি ফর্মও প্রকাশ করা হয়েছে। সেখানে থাকা বেশকিছু শর্ত মেন, তবেই ফর্ম ফিলআপ করতে পারবেন আবেদনকারী। পরিবার বা পরিবারের বাইরের কাউকেও নমিনি করা যেতে পারে। তবে সবক্ষেত্রেই নমিনি করা ব্যক্তির কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তবে রেশন নেওয়ার সময় পরিবারের কোন এক সদস্যকে রেশন দোকানে উপস্থিত থাকতে হবে।

এপ্রসঙ্গে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে বিশ্বম্ভর বসু জানান, ‘খাদ্য দফতরের চালু করা পদ্ধতি কিছুটা জটিল। এই প্রক্রিয়া সহজ, সরল হওয়া প্রয়োজন’।


Smita Hari

সম্পর্কিত খবর