রাজ্যের মন্ত্রী ও এক দাপুটে তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে! অশনি সঙ্কেত শাসক দলে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে দলবদলের পালা অব্যাহত। একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে। আজও তেমনই কিছু দেখা গেল। আজ রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এর সঙ্গে আজ নদীয়ার তেহট্টের দাপুটে তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত নিজের ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন। ওনার সঙ্গে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতাও আজ বিজেপিতে যোগ দেন।

আজ গৌরীশঙ্কর দত্তের মতো দাপুটে তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছে শাসক দল তৃণমূল। তেহট্টে গৌরীবাবুর প্রভাব অনেক বেশি, আর ওনার বিজেপিতে যোগ দেওয়ার ফলে যে দলের বড়সড় ক্ষতি হবে সেটা বলাই বাহুল্য। আরেকদিকে, বাচ্চু হাঁসদার বিজেপিতে যোগ দেওয়ার ফলে পিছিয়ে পড়া মানুষের ভোটে অনেকটাই প্রভাব পড়বে মনে করছে ওয়াকিবহাল মহল।

   

এছাড়াও আজ বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের বিখ্যাত অভিনেতা বনি সেনগুপ্ত। বলে রাখি, অভিনেতা থেকে রাজনীতিতে নামা বনি সেনগুপ্ত কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের বন্ধু বলেই পরিচিত। এছাড়াও বনি সেনগুপ্তর মা’ও তৃণমূল করেন। তাই এক্ষেত্রেও ঝটকা খেলো শাসক দল তৃণমূল।

IMG 20210310 164847

আরেকদিকে, আজ বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনারা মানুষের কাছে পৌঁছে যান। বাংলায় এবার আমাদের জয় নিশ্চিত। দলের যেসব নেতারা দায়িত্বে আছেন তাঁরা নিজের দায়িত্ব ঠিক করে পালুন করুন। প্রধানমন্ত্রী মোদীর এই কথাতে বোঝা গিয়েছে যে, তিনি বাংলায় বিজেপির জয় নিয়ে শুধু আশাবাদীই নন, আত্মবিশ্বাসীও বটে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর