বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে আলিপুরদুয়ার আদালতে (Alipurduar Court) হাজির হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু’টি সোনার দোকানে চুরির অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত, ১৪ বছর আগে ২০০৯ সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু’টি সোনার দোকানে চুরির দায়ে নাম জড়িয়েছিল বিজেপির নিশীথ প্রামাণিকের। এদিন হাইকোর্টের নির্দেশে বহু পুরানো মামলায় আদালতে হাজির নিশীথ। সূত্রের খবর, মিনিট চল্লিশ মত আদালতে ছিলেন নিশীথ। পাশাপাশি পরবর্তী সময় থেকে থেকে হাই কোর্টের নির্দেশমত মন্ত্রীর হয়ে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন।
এদিন আদালতে হাজিরা দিয়ে নিশীথ জানান , ‘‘রাজ্য জুড়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিরোধীদের৷ এটা একটা রাজনৈতিক চক্রান্ত৷ আমাকে ফাঁসানো হয়েছে৷ এই ঘটনাটি বামফ্রন্ট আমলের৷ তখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আন্দোলনকে দাবিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল৷ রাজবংশী সম্প্রদায়ের মানুষের হয়ে লড়াই করতে গিয়ে আমাকে ফাঁসানো হয়েছে।’’
গত বছর ১১ নভেম্বর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা নির্দেশিকা জারি করেছিল আলিপুরদুয়ারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তবে পরবর্তীতে সেই নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। এরপরই আদালতে উপস্থিত হলেন নিশীথ। এদিন আদালত চত্বরে মোতায়েন হয় কড়া নিরাপত্তা।
মামলা প্রসঙ্গে নিশীথের আইনজীবী সোমশঙ্কর দত্ত জানান, ‘‘তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে পুলিশের চার্জশিটে নিশীথ প্রামাণিকের নাম ছিল৷ হাই কোর্টের নির্দেশে আজ আলিপুরদুয়ার আদালতে তিনি হাজিরা দিলেন।’’