পেগাসাস থেকে বাঁচতে স্মার্ট ফোন ছেড়ে বোতাম টেপা ফোন হাতে তুলে নিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচবার হ্যান্ডসেট বদলেও ফোনে পেগাসাসের (Pegasus) হানা রুখতে ব্যর্থ হয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। নিজেই জানিয়েছিলেন, ভোটের আগে বিরোধী শিবিরে চলে গিয়েছে তার বেশ কিছু গোপন পরিকল্পনা। যা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন তিনি। পেগাসাস কাণ্ড নিয়ে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও (Mamata Banerjee)। একুশে জুলাইয়ের মঞ্চেই তাকে দেখা গিয়েছিল ফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে। যদিও এর দ্বারা এই মারাত্মক স্পাইওয়্যার কতটা আটকানো সম্ভব তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

এবার আর এক ধাপ এগিয়ে নিজের স্মার্টফোন ছেড়ে পুরনো বোতাম টেপা ফোনে ফিরে গেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। জ্যোতিপ্রিয় জানিয়েছেন, এর আগে কার্যত পাঁচটি স্মার্ট ফোন ব্যবহার করতেন তিনি। কিন্তু এই পেগাসাস কান্ডের পর সমস্ত ফোনই পরিত্যাগ করেছেন। সতর্ক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর তা মেনে চলতেই এবার এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। এই স্পাইওয়্যার ফোন বন্ধ থাকা সত্ত্বেও ক্যামেরা অন করে দিতে পারে। আর সেই কারণেই ক্যামেরাতে লিউকোপ্লাস্ট লাগাতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal)।

আজ এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, “চারিদিক থেকে আতঙ্ক গ্রাস করছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফোনের ক্যামেরার উপর লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন। তাতেই বুঝলাম সবচেয়ে নিরাপদ হচ্ছে বোতাম টেপা ফোন। তাই স্মার্টফোন ছাড়লাম।’’ শুধু তাই নয় তিনি এও জানিয়েছেন হোয়াটস্যাপ মেসেজের বদলে এবার চিঠিপত্র আদান প্রদানও শুরু করবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে তদন্ত কমিশন নির্মাণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে এই কমিশনে। ছ মাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিশন। আর এই নিয়েই সতর্ক থাকতেই বড় পদক্ষেপ নিলেন রাজ্যের মন্ত্রী।

সম্পর্কিত খবর

X