বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু আর এবার মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক। মন্ত্রীত্ব ছেড়ে তৃণমূলকে চরম অস্বস্তিতে ফেলে দিলেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। যদিও তিনি এখনো বিধায়ক পদ ছাড়েননি। তিনি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। মন্ত্রীসভা থেকে আচমকাই ওনার পদত্যাগ তৃণমূলকে নির্বাচনের আগে বড়সড় বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে যে, তিনি আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চান। রাজ্যের ক্রীড়া মন্ত্রী ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে পা দিয়েছিলেন তিনি। প্রাপ্ত খবর অনুযায়ী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন যে, রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি আবারও মাঠে ফিরতে চান। তবে তিনি এও বলেছেন যে, এখন আর কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।
তবে তিনি শুধু মন্ত্রীত্বই ছাড়েন নি, তিনি হাওড়া জেলার তৃণমূল সভাপতির পদও ছেড়ে দিয়েছেন। কিছুদিন আগে তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরতন শুক্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, ওনাকে দলের সভাপতি করার পর জেলায় আর কোনও কমিটি গঠন করা হয়নি। তিনি বলেন দলের মধ্যেও ওনার কোনও কাজ তেমন ভাবে চোখে পড়ে না।
যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেছিলেন, ওনাকে দায়িত্ব দেওয়ার পর রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে দুদিনের মধ্যে কমিটির তালিকা প্রস্তুত করেছেন তিনি। এমনকি সেটি শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে দাবি জানান তিনি। তবে এরপর কি হয়েছে, সেটা তিনি আর জানেন বলে জানান লক্ষ্মী।