কয়লাকাণ্ডে জাল গোটাচ্ছে ED, সস্ত্রীক অভিষেকের পর এবার রাজ্যের মন্ত্রীকে তলব কেন্দ্রীয় সংস্থার

বাংলা হান্ট ডেস্কঃ কয়লাকাণ্ড নিয়ে ফের তৎপর হল ইডি কদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। ১ সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কেন্দ্রীয় সংস্থাকে জানান যে, করোনার মধ্যে বাচ্চাদের নিয়ে দিল্লি যাওয়া সম্ভব না, তাই ইডির কর্তারা চাইলে বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, এবার অভিষেক ও রুজিরার পর রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে যে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

   

moloy ghatak

অভিষেক, রুজিরা মতোই মলয় ঘটককেও দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আইনমন্ত্রী মলয় ঘটক এই নিয়ে কোন মন্তব্য করতে চান নি।

ad2
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর