রাজ্যের নাম হচ্ছে না ‘বাংলা’ সিদ্ধান্ত কেন্দ্রের

 

বাংলা হান্ট ডেস্ক ঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। সাধের বাংলা নামকে খারিজ করে দিল মোদি সরকার। আজ মুখ্যমন্ত্রীর রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ ‘থেকে ‘বাংলা’ করার সিদ্ধান্তে আপত্তি জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

২০১৬ সালের অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের নাম বাংলা দেওয়ার প্রস্তাব পাশ হয় বিধানসভায় সেই প্রস্তাব পাসের পর কেন্দ্রীয় অনুমোদনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কে ফোন করে অনুরোধ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি দেখা হবে বলেও মমতা ব্যানার্জিকে আশ্বাস দেন রাজনাথ সিং।

modi mamata 0
কিন্তু অবশেষে রাজ্যসভায় নামবদলের প্রস্তাব খারিজ করে বলা হয়, পশ্চিমবঙ্গের নাম বদল এর কোন প্রশ্নই নেই কারণ যে কোন রাজ্যের নাম বদলাতে সংবিধান সংশোধন করতে হয় যেমনটা উড়িষ্যা থেকে ওড়িশা করার ক্ষেত্রে হয়েছিল। তাই এই মুহূর্তে কোন নাম পরিবর্তন সম্ভব নয় পশ্চিমবঙ্গ এখনো পশ্চিমবঙ্গ থাকছে হচ্ছে না ‘বাংলা’।


সম্পর্কিত খবর